ফুটবল থেকে বর্ণবাদ যেনো পিছুই ছাড়ছে না। সদ্য শেষ হওয়া ইউরো কাপের পরেই বর্ণবিদ্বেষের বিভীষিকা আছড়ে পড়েছিলো জ্যাডন স্যাঞ্চো, মার্কাস র্যাশফোরডদের ওপর। এবার সেই ছায়া অলিম্পিকের প্রস্তুতি ম্যাচেও। হন্ডুরাসের বিপক্ষে অলিম্পিকের প্রস্তুতি ম্যাচে বর্ণবাদের শিকার হলেন জার্মানির ডিফেন্ডার জর্ডান টরুনারিঘা। আর তারই প্রতিবাদ স্বরূপ নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই ম্যাচ বর্জন করলো জার্মান দল। ৮৫ মিনিটের মাথায় ম্যাচ ছেড়ে চলে গেলেন জার্মানরা।
ব্রাজিলের বিপক্ষে ২২ শে জুলাই মূলপর্বের ম্যাচে মাঠে নামার আগে ওয়ার্ম আপ ফ্রেন্ডলি ম্যাচে শেষ প্রস্তুতিতে মাঠে নামে ২০১৬ সিলভার মেডেলিস্টরা। ম্যাচের বয়স যখন ৮৫ মিনিট, তখন বর্ণবিদ্বেষের শিকার হন জার্মান ডিফেন্ডার টরুনারিঘা। কোনো কিছুকে প্রশ্রয় না দিয়ে তৎক্ষণাৎ ম্যাচ বর্জন করে জার্মান বাহিনী। ম্যাচের ফলাফল থাকে ১-১।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ট্যুইট করে জানায়, " ১-১ ব্যবধানে খেলা শেষ হয় পাঁচ মিনিট আগেই। জার্মান খেলোয়াড়রা মাঠ ছাড়ে জর্ডান টরুনারিঘার প্রতি বর্ণবাদী মন্তব্যের পরেই।"
ডিএফবির ট্যুইটার অ্যাকাউন্টে বলা হয়, "যখন আমাদের খেলোয়াড়দের মধ্যে একজন বর্ণবাদের শিকার হন, তখন খেলা চালিয়ে যাওয়া কোনো বিকল্প নয়।"
অন্যদিকে হন্ডুরাস ফুটবল ফেডারেশন পরিস্থিতি সম্পর্কে ট্যুইট করে জানায়, পিচের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন