কোরিয়া ওপেন জিততেই কেরিয়ারের সেরা র্যাঙ্কিয়ে উঠে এলেন ভারতীয় তারকা জুটি সাত্ত্বিক-চিরাগ জুটি। বিডব্লিউএফ বিশ্ব র্যাঙ্কিং-এ এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থান দখল করলেন তাঁরা।
সাত্ত্বিক-চিরাগের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। সদ্য প্রকাশিত বিশ্ব ব্যাডমিন্টন র্যাঙ্কিং-এ চীনা জুটিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের এই পুরুষ জুটি। তাঁদের পয়েন্ট ৮৭২১১। চীনের লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চাঙের জুটি ৮৬২১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমেছে। ৯১৬২৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান এবং মহম্মদ রিয়ান আরদিয়ান্তো জুটি।
কোরিয়া ওপেনের ফাইনালে প্রথম গেম হারলেও পর পর দুটি গেম জিতে শিরোপা জেতে সাত্ত্বিক-চিরাগ জুটি। ফাইনালে ১৪-২১, ২১-১৩ এবং ২১-১৪ ব্যবধানে শীর্ষ স্থানে থাকা ইন্দোনেশিয়ার জুটিকে হারায় তাঁরা।
চলতি বছরেই ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশীপে স্বর্ণপদক জিতেছিলেন সাত্ত্বিক-চিরাগ। এছাড়াও সুইশ ওপেন, ইন্দোনেশিয়া ওপেনও জিতেছিল এই তারকা জুটি। এবার কোরিয়া ওপেনও জিতে নিয়েছে সাত্ত্বিক-চিরাগ।
অন্যদিকে, পুরুষদের সিঙ্গলস র্যাঙ্কিং-এ শীর্ষ দশে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন কেবল এইচএস প্রণয়। তিনি আছেন দশম স্থানে। এক ধাপ নেমে ১৩ নম্বরে রয়েছেন লক্ষ্য সেন। কিদাম্বি শ্রীকান্ত ২০ নম্বর স্থানই দখলে রেখেছেন।
মহিলাদের সিঙ্গেলসে ভারতের তরফ থেকে প্রথম ২০-তে রয়েছেন পিভি সিন্ধু। ৪৯৪৮০ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন ১৭ নম্বরে। এক ধাপ পিছিয়ে সাইনা নেওয়াল আছেন ৩৭ নম্বরে। তাঁর পয়েন্ট ৩২০৩০। মহিলাদের ডবলসে গায়েত্রী গোপীচাঁদ এবং ট্রিসা জলি জুটি রয়েছেন ১৯ তম স্থানে। এই জুটির পয়েন্ট ৪৭০৮৫।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন