ইন্ডিয়ান ওয়েলস জিতে শীর্ষস্থান দখল আলকারাজের, জকোভিচকে পেছনে ফেললেন স্প্যানিশ তরুণ

রাশিয়ান তারকা দানিয়েল মেদভেদেভকে ৬-৩, ৬-২ গেমে পরাজিত করে নিজের প্রথম ইন্ডিয়ান ওয়েলস খেতাব জিতলেন আলকারাজ।
কার্লোস আলকারাজ
কার্লোস আলকারাজছবি - কার্লোস আলকারাজের ফেসবুক পেজ
Published on

নোভাক জকোভিচকে পেছনে ফেলে পুনরায় শীর্ষস্থান দখল করলেন কার্লোস আলকারাজ। স্পেনের এই ১৯ বর্ষীয় তরুণ সেনসেশন ইন্ডিয়ান ওয়েলস খেতাব জয়ের সাথে সাথেই সিংহাসন ফিরে পেলেন। রাশিয়ান তারকা দানিয়েল মেদভেদেভকে ৬-৩, ৬-২ গেমে পরাজিত করে নিজের প্রথম ইন্ডিয়ান ওয়েলস খেতাব জিতলেন আলকারাজ।

কার্লোস আলকারাজ হ্যামস্ট্রিং সমস্যার কারণে অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩-এ খেলতে পারেননি। মেলবোর্নে সার্বিয়ান তারকা জকোভিচ রেকর্ড দশম খেতাব জয়ের পরে বিশ্বের এক নম্বর স্থানে উঠে আসেন। কিন্তু ভ্যাকসিন না নেওয়ায় ইন্ডিয়ান ওয়েলস খেলতে পারেননি জকোভিচ। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পেরে টুর্নামেন্ট শুরুর আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সার্বিয়ান মহাতারকা। ২২ টি গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী জকোভিচের অনুপস্থিতিতে এই খেতাব উঠেছে আলকারাজের হাতে। সেইসঙ্গে শীর্ষস্থানও হারিয়েছেন জোকার।

আলকারাজ বলেন, "আমার আবার একটি স্বপ্ন সত্যি হয়েছে। অবশ্যই নোভাকের মতো দুর্দান্ত খেলোয়াড়দের সামনে থাকা, এটি একটি আশ্চর্যজনক অনুভূতি।"

গতবছর ইউএস ওপেন জিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এটিপির ইতিহাসে শীর্ষস্থান দখল করেছিলেন আলকারাজ। এবার ইন্ডিয়ান ওয়েলসের মঞ্চেও আরো এক কীর্তি গড়েন তিনি। তৃতীয় রাউন্ডের ম্যাচে জন ম্যাকেনরোর পর দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে হিসেবে ১০০ তম ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করেন তিনি। পাশাপাশি ২০১৭ সালে রজার ফেডেরারের পর প্রথম খেলোয়াড় হিসেবে একটিও সেট না হেরে খেতাব জয়ের কীর্তি গড়লেন আলকারাজ।

কার্লোস আলকারাজ
SAFF Championship: ২০২৩ সালে সাফ চ্যাম্পিয়নশীপের আসর বসছে ব্যাঙ্গালুরুতে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in