IND VS SA: চোটের জন্য ছিটকে গেলেন চাহার, বাকি দুই ম্যাচে ডাক তারকা অলরাউন্ডারকে

বিসিসিআই-এর তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বভারতীয় নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি ম্যাচের জন্য ওয়াশিংটন সুন্দরকে দীপক চাহারের বদলি হিসাবে ঘোষণা করেছে।
সতীর্থদের সাথে ওয়াশিংটন সুন্দর
সতীর্থদের সাথে ওয়াশিংটন সুন্দরছবি - ওয়াশিংটন সুন্দরের ট্যুইটার হ্যান্ডেল
Published on

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটে জর্জরিত ভারতীয় শিবির। রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ ছিটকে গিয়েছেন। এবার পিঠের চোটে কাবু দীপক চাহার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামেননি তিনি। সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন চাহার। তাঁর পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ দুই ম্যাচের জন্য ডাক পেলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।

বিসিসিআই-এর তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, "সর্বভারতীয় নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি ম্যাচের জন্য ওয়াশিংটন সুন্দরকে দীপক চাহারের বদলি হিসাবে ঘোষণা করেছে। ইন্দোরে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্য়াচের পর চাহার পিঠে ব্যথা অনুভব করেন এবং সিরিজের প্রথম ওয়ান ডে-তেও তিনি খেলেননি। এবার তিনি সরাসরি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন এবং সেখানেই আমাদের মেডিক্যাল দল ওঁর পরিস্থিতি খতিয়ে দেখবে।"

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রয়েছেন দীপক চাহার। জসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ায় মূল স্কোয়াডে জায়গা করে নেওয়ার দৌড়েও রয়েছেন চাহার। বিশেষ করে করোনা আক্রান্ত মহম্মদ শামি না থাকায় সুযোগ পেয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত প্রদর্শন করে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার দাবিদার হয়ে ওঠেন তিনি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট অনুমান করছে মার্কি টুর্নামেন্টের আগে সুস্থ হয়ে উঠবেন চাহার।

রবিবার রাঁচিতে দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে এটি ভারতের মাস্ট উইন ম্যাচ। মঙ্গলবার তৃতীয় তথা শেষ ম্যাচ রয়েছে নয়াদিল্লিতে।

প্রথম ওডিআই ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪০ ওভারের খেলায় দক্ষিণ আফ্রিকার ২৫০ রানের জবাবে সঞ্জু স্যামসন এবং শ্রেয়াস আইয়ারের হাফ সেঞ্চুরি সত্ত্বেও, ভারত লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়।

সতীর্থদের সাথে ওয়াশিংটন সুন্দর
ICC T-20 WC 2022: চাহারের চোট নিয়ে ধোঁয়াশা, টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড়ে এগিয়ে মহম্মদ শামি!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in