কিরগিজস্তানের বিপক্ষে নামার আগে বড় ধাক্কা ভারতের! চোট তারকা স্ট্রাইকারের

আপাতত চোটে জর্জরিত মানবীরের জায়গায় দলে যোগ দিয়েছেন সাহাল আব্দুল সামাদ। কিরগিজস্তানের ম্যাচের আগেই শিবিরে এসেছেন তিনি।
চোট তারকা স্ট্রাইকারের
চোট তারকা স্ট্রাইকারেরছবি ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ
Published on

ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রীতি ম্যাচে আজ কিরগিজস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। ইম্ফলে খুমান লাম্পাক স্টেডিয়ামে এই ম্যাচ ড্র করলেই ভারত খেতাব জিতবে। তবে ফিফা ক্রমতালিকায় ১২ ধাপ এগিয়ে থাকা দলের বিরুদ্ধে নামার আগে খারাপ খবর ভারত শিবিরে। চোটের কারণে এই ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন ভারতের তারকা স্ট্রাইকার মনবীর সিং। তাঁর জায়গায় দলে কভার হিসেবে নেওয়া হয়েছে সাহাল আব্দুল সামাদকে।

এটিকে মোহনবাগানের তারকা স্ট্রাইকার মনবীর সিং ছিটকে গেলে ভারত বড় সমস্যার মধ্যে পড়তে পারে। দলের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করে যাচ্ছেন মনবীর। ইগোর স্টিম্যাচের অন্যতম প্রধান ভরসা তিনি। আপাতত চোটে জর্জরিত মানবীরের জায়গায় দলে যোগ দিয়েছেন সাহাল আব্দুল সামাদ। কিরগিজস্তানের ম্যাচের আগেই শিবিরে এসেছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মায়ানমারের বিপক্ষে জয় তুলে নিয়েছিল ভারত। অনিরুদ্ধ থাপার একমাত্র গোলে মায়ানমারকে হারিয়ে জয় পায় স্টিম্যাচ বাহিনী।

ভারতের কাছে হারের পর মায়ানমার ১-১ গোলে ড্র করে কিরগিজস্তানের বিপক্ষে। যে কারণে ভারত বনাম কিরঘিজস্তান ম্যাচ ড্র হলেই গোলপার্থক্যে চ্যাম্পিয়ন হবে ভারতীয় দল। তবে আজকের ম্যাচ জিততে গেলে প্রথম থেকেই দাপট দেখাতে হবে সুনীল ছেত্রীদের। প্রতিযোগিতায় জিততে গেলে কিরগিজস্তানকে এই ম্যাচ জিততেই হবে। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৪ নম্বরে রয়েছে কিরগিজস্তান। ভারত রয়েছে ১০৬ নম্বরে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ নিয়ে সমর্থকদের উত্তেজনার পারদ চড়ছে।

চোট তারকা স্ট্রাইকারের
ইস্টবেঙ্গল কোচের দৌড়ে এগিয়ে লোবেরা, উঠে আসছে দু'বারের ISL জয়ী কোচের নামও
চোট তারকা স্ট্রাইকারের
Euro Cup Qualification: ফ্রান্সের কাছে শোচনীয় পরাজয়ের পর ঘুরে দাঁড়ালো নেদারল্যান্ডস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in