অপেক্ষার অবসান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে কোন দল কার বিরুদ্ধে খেলবে তা প্রকাশ্যে। হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ড্র। যেখানে স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলবে ইটালির ইন্টার মিলান। স্পেনের রিয়াল মাদ্রিদ খেলবে জার্মানির লাইপজিগের বিরুদ্ধে।
সোমবার সুইজারল্যান্ডের নিয়নে উসিএল-র ড্র অনুষ্ঠিত হয়। মোট ৮টি গ্রুপের প্রথম দুই দলকে বেছে নেওয়া হয় ড্র-র জন্য। ১৬ টিমের আটটি ম্যাচের মধ্যে সবথেকে বড় ম্যাচ হল ইন্টার মিলান বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের।
ড্র-তে স্পেন থেকে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ, জার্মানি থেকে বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ, ইটালির ইন্টার মিলান, লাজিও, নাপোলি, ইংল্যান্ডের আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, নেদারল্যান্ডসের পিএসভি, ফ্রান্সের পিএসজি, ডেনমার্কের কোপেনহেগেন, পর্তুগালের পোর্তো শেষ ১৬-র জন্য যোগ্যতা অর্জন করে।
ড্র-র পর দেখা যায় আর্সেনাল খেলবে পোর্তোর বিরুদ্ধে। বার্সেলোনা খেলবে নাপোলির বিরুদ্ধে। এমবাপ্পের পিএসজি খেলবে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে। অ্যাথলেটিকোর বিপক্ষে থাকবে লাউতারো মার্টিনেজদের ইন্টার মিলান। ডর্টমুন্ডকে খেলতে হবে পিএসভির বিপক্ষে। বায়ার্নের সামনে থাকবে লাজিও। কোপেনহেগেনের বিরুদ্ধে খেলবে আর্লিং হালান্ডের ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ নামবে লাইপজিগের বিপক্ষে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন