আশঙ্কাই সত্যি হল। ধর্মশালা থেকে সরে যাচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ। আগামী ১ লা মার্চ থেকে হিমাচল প্রদেশের ছবির মতো সাজানো এই স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নেওয়া হচ্ছে ইন্দোরে। মঙ্গলবার বিসিসিআই নিশ্চিত করেছে এই বিষয়ে।
জানা গিয়েছে, ধর্মশালা স্টেডিয়াম মেরামতির কাজ এখনও চলছে। পিচ ও আউটফিল্ডকে সাজানো হচ্ছে নতুন ভাবে। তবে এই কাজের জন্যই কয়েক হাজার সমর্থকরা হতাশ হলেন।
জানা গিয়েছে আগামী ১ লা মার্চের মধ্যে মেরামতির কাজ শেষ করা সম্ভব নয়। বিসিসিআই কিউরেটর তাপস চ্যাটার্জি পিচ এবং আউটফিল্ড পরিদর্শন করতে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে গিয়েছিলেন। তাঁর রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসিআই-এর এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, "বিসিসিআই এর কিছু নির্ধারিত মাপকাঠি আছে, যেগুলো ম্যাচ হোস্ট করার জন্য পূরণ করতে হবে। এই মাঠে কোনও প্রতিযোগিতামূলক খেলা হয়নি এবং আউটফিল্ডও প্রস্তুত নয়।"
সাধারণত পিচ এবং আউটফিল্ড নতুন করে সাজানো হলে, একটি ম্যাচ খেলিয়ে সেটি পরীক্ষা করে নেওয়া হয়। কিন্তু সেই সুযোগ এ বার পাওয়া যায়নি। রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশ কোনও ম্যাচই ধর্মশালায় খেলেনি। সব ম্যাচই হয়েছে নাদাউনে। ফলে সম্পূর্ণ নতুন পিচে খেলতে হত ভারত-অস্ট্রেলিয়াকে। বিসিসিআই-এর তরফ থেকে তাই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন