ICC World Cup 23: ইডেনে কবে বিশ্বকাপ আসছে জানেন?

আগামী ৮ সেপ্টেম্বর ক্রিকেটের নন্দনকাননে আসবে ট্রফি। সেদিন ক্রিকেট ছাড়াও খেলার মাঠের অন্য তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। থাকতে পারেন টেনিস তারকা লিয়েন্ডার পেজও।
ICC World Cup 23: ইডেনে কবে বিশ্বকাপ আসছে জানেন?
ফাইল চিত্র
Published on

আগামী ক্রিকেট বিশ্বকাপের জন্য সেজে উঠছে ইডেন। ভারতের বিশ্বকাপ ভেন্যুগুলোয় আসবে বিশ্বকাপ ট্রফি। কলকাতার ইডেন গার্ডেন্স পেয়েছে সেমিফাইনাল সহ মোট ৫টি ম্যাচ। নিয়ম অনুযায়ী ইডেনেও আসবে বিশ্বকাপ। আগামী ৮ সেপ্টেম্বর ক্রিকেটের নন্দনকাননে আসবে ট্রফি।

এই নিয়ে বেশ কিছু পরিকল্পনাও নিয়েছে সিএবি। সেদিন ক্রিকেট ছাড়াও খেলার মাঠের অন্য তারকাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। থাকতে পারেন টেনিস তারকা লিয়েন্ডার পেজও। এছাড়া ইডেনে একটি ইলিশ উৎসবেরও আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। সেখানে আমন্ত্রণ জানানো হবে সিএবি-র সঙ্গে যুক্ত বিভিন্ন ক্লাবের কর্তাদের।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও থাকবেন। ইডেনে কালীপুজোর দিন ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে ম্যাচ পড়েছিল। কলকাতা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দিতে না পারায় এই ম্যাচটির দিন পরিবর্তনের অনুরোধ করেছিল সিএবি।

বিসিসিআই ও আইসিসি সেই অনুরোধে মান্যতা দিয়েছে। ফলে ১১ নভেম্বর হবে ইডেনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। বিশ্বকাপের দুটি সেমিফাইনাল হতে পারে আগামী ১৫ ও ১৬ নভেম্বর। গ্রুপ লিগে ইডেনে ভারত শুধুমাত্র একটা ম্যাচ খেলবে। ইডেনে টিম ইন্ডিয়ার গ্রুপের ম্যাচ হতে পারে ৫ নভেম্বর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

ICC World Cup 23: ইডেনে কবে বিশ্বকাপ আসছে জানেন?
East Bengal: সারদার চার্জশিটে নাম জড়ালো ইস্টবেঙ্গল শীর্ষকর্তার!
ICC World Cup 23: ইডেনে কবে বিশ্বকাপ আসছে জানেন?
Durand Cup: কেমন হল ডুরান্ড কাপের নক-আউটের ড্র? একনজরে দেখে নিন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in