আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন অনেক আগেই। এবার সব ধরণের ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিশ্বকাপজয়ী জার্মান মিডফিল্ডার মেসুট ওজিল। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতির মাধ্যমে নিজের অবসরের ঘোষণা করলেন রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মাঝ মাঠে দাপিয়ে বেড়ানো ৩৪ বর্ষীয় এই মিডফিল্ডার। ওজিল তাঁর শেষ ম্যাচ খেলেছেন ইস্তাম্বুল বেসিকসেহিরের হয়ে।
ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে ওজিল লেখেন, "আমি পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। ১৭ বছর ধরে পেশাদার ফুটবল খেলতে পেরে আমি ধন্য। সাম্প্রতিক কয়েক মাস ধরে আমি চোটে জর্জরিত। এটাই ইঙ্গিত যে আমাকে এবার ফুটবল ছাড়তে হবে, আর আমি সেটাই করলাম। কিছু না ভোলা মুহূর্ত, আবেগ রয়েছে আমার এই যাত্রায়। আমি আমার ক্লাব-স্কাল ০৪, উইয়ার্ডেন বার্মেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ফেরেনবাচি ও বেসিকসেহিরকে ধন্যবাদ জানাই। আমার পাশে থাকার জন্য কোচ ও সতীর্থদেরও ধন্যবাদ জানাই।"
২০১০ বিশ্বকাপে অনামী তারকা হিসাবে খেলতে এলেও টুর্নামেন্ট শেষে ওজিল হয়ে উঠেছিলেন বিশ্বের সেরা তারকাদের মধ্যে একজন। ২০১৪-তে জার্মানির বিশ্বকাপ জয়ের পিছনে ওজিল ছিলেন অন্যতম অস্ত্র। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে জার্মানি ছিটকে যাওয়ার পরেই বর্ণবিদ্বেষের কারণ দেখিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মেসুট ওজিল। সেই সময় তোলপাড় হয়েছিল ফুটবল বিশ্ব।
২০১১-১২ মরশুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা জেতানোর পেছনে বড় অবদান রেখেছিলেন ওজিল। রিয়ালে খেলা তিনটে মরশুমেই তিনি সবথেকে বেশি অ্যাসিস্ট করেছেন। ২০১৩ সালে তিনি আর্সেনালে যোগ দেন। আর্সেনালকে তিনি তিনটি এফএ কাপ জিততে সাহায্য করেন। দেশের জার্সিতে ৯২ টি ম্যাচ খেলেন পাঁচ বারের বর্ষসেরা জার্মান মিডফিল্ডার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন