ICC Women's T20 WC: নয়া বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে মহিলা ক্রিকেট! উত্তর মিলবে আগামীকাল

People's Reporter: ২০০৯ সাল থেকে শুরু হয়েছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। উদ্বোধনী টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
রবিবার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড
রবিবার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডছবি - আইসিসির এক্স মাধ্যম
Published on

মহিলাদের টি-২০ বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে বিশ্ব। রবিবার ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এর আগে দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল।

২০২৪ টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নিয়েছে ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে ফের একবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে পরাজিত করে ফাইনালের যোগ্যতা অর্জন করে কিউইরা। নিউজিল্যান্ড এর আগে দু'বার ফাইনালে উঠেছিল কিন্তু পরাজিত হয়।

২০০৯ সাল থেকে শুরু হয়েছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। উদ্বোধনী টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ২০১০ সালে ফের ফাইনালে ওঠে কিউইরা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৩ রানে জয়ী হয় অজিরা। ২০১২ সালে ইংল্যান্ডকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ২০১৪ সালে ফের ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হন অজিরা। ২০১৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ।

২০১৮-র টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে পরাস্ত করে চতুর্থবার খেতাব জেতে অস্ট্রেলিয়া। ২০২০-তে ভারতকে ৮৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অজিরা। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকেই ১৯ রানে হারিয়ে ষষ্ঠ বার খেতাব জেতে অস্ট্রেলিয়া। ফলে এবার নতুন চ্যাম্পিয়ন দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in