প্যারিস অলিম্পিক্সে রাজনীতি হয়েছে। ভারতীয় অলিম্পিক্স কমিটির সভাপতি পি টি ঊষাকে নিশানা করে এমনই মন্তব্য করলেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া কুস্তিগীর ভীনেশ ফোগাট।
প্যারিস অলিম্পিক্সে ১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে ৫০ কেজি কুস্তি বিভাগের ফাইনাল থেকে বাদ পড়েন ভীনেশ। যা নিয়ে তোলপাড় হয় ক্রীড়া জগত। জল গড়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত। অনেকেই দাবি করেন ভীনেশকে রুপোর পদক দেওয়া হোক। কিন্তু তাও হয়নি।
ওজন কমানোর জন্য রাতভর সাইক্লিং, জগিং করেন ভিনেশ। সারারাত জল খাননি। শরীর থেকে রক্ত বের করে দেন। যার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করতে হয় হাসপাতালে। হাসপাতালে তাঁকে দেখতেও যান পিটি ঊষা। তারপরই ভীনেশ জানিয়েছিলেন তিনি আর কুস্তি লড়বেন না।
সম্প্রতি কংগ্রেসে যোগ দেন ভীনেশ এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের টিকিটও পেয়েছেন। হরিয়ানার জুলানা আসন থেকে লড়াই করবেন তিনি। তাঁর বিপক্ষে লড়ছেন বিজেপির ক্যাপ্টেন যোগেশ বৈরাগী। এরই মধ্যে অলিম্পিক্স পদক হাতছাড়া নিয়ে সরব হলেন ভীনেশ।
ভীনেশ বলেন, 'প্যারিসে ঠিক কী ধরনের সাহায্য পেয়েছি তা আমি জানি না। হাসপাতালে পি টি ঊষা ম্যাম আমার সঙ্গে দেখা করে একটা ছবি তোলেন। কিন্তু বন্ধ দরজার পিছনে অনেক রাজনীতি হয়। প্যারিসেও ঠিক সেটাই হয়েছিল। সেই কারণেই আমি ভেঙে পড়ি। সকলেই চেয়েছিলেন আমি কুস্তি চালিয়ে যাই। কিন্তু কীসের জন্য লড়াই করব? সবেতেই তো এখন রাজনীতি হয়'।
তিনি আরও জানান, 'পি টি ঊষা ম্যাম যখন ছবি তোলেন তখন আমি জানতামও না। আমাকে না জানিয়ে আপনি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন পাশে আছি। এইভাবে তো সবকিছু হয় না'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন