ব্যর্থতার পুঙ্খানুপুঙ্খ ময়নাতদন্ত হবে - ওয়েস্ট ইন্ডিজকে কড়া হুঁশিয়ারি বোর্ড প্রেসিডেন্টের

স্কেরিট বলেন, "মন্থর বোলিংয়ের বিরুদ্ধে আমাদের ব্যাটারদের দুর্বলতা পরিস্কার হয়ে গিয়েছে। মনে হচ্ছে ভুল এবং পরিস্থিতি অনুযায়ী শট নির্বাচন করতে না পারার ব্যাপারটা আমাদের ক্রিকেটারদের অভ্যাসে পরিণত হয়েছে।"
রিকি স্কেরিট
রিকি স্কেরিটগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের বেড়া টপকাতে পারেনি দু'বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের কাছে হেরে সুপার ১২-তে জায়গা করতে না পারা ক্যারিবিয়ান দলকে নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সেদেশের ক্রিকেট বোর্ড। ব্যাটারদের কড়া সমালোচনা করলেন বোর্ড সভাপতি রিকি স্কেরিট। স্পষ্ট ভাষায় স্কেরিট জানিয়ে দেন বিশ্বকাপের প্রস্তুতি ও এই হতাশাজনক পারফর্ম্যান্সের ময়নাতদন্ত করা হবে। স্কেরিট বলেন,"অস্ট্রেলিয়ার আমাদের দলের খেলা এবং ফলাফলে আমি অত্যন্ত হতাশ। জানি অনেকেই হতাশ। আমার অভিজ্ঞতাও আলাদা নয়।"

ক্ষুব্ধ স্কেরিট প্রধানত দুষলেন ব্যাটারদের। তিনি বলেন, "মন্থর বোলিংয়ের বিরুদ্ধে আমাদের ব্যাটারদের দুর্বলতা পরিস্কার হয়ে গিয়েছে। মনে হচ্ছে ভুল এবং পরিস্থিতি অনুযায়ী শট নির্বাচন করতে না পারার ব্যাপারটা আমাদের ক্রিকেটারদের অভ্যাসে পরিণত হয়েছে।"

পাশাপাশি চোখ রাঙানি দিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান বলেছেন, "দলের বিশ্বকাপের প্রস্তুতি ও পারফর্ম্যান্স নিয়ে পুঙ্খনুপুঙ্খ ময়নাতদন্ত করা হবে। সব ফর্ম্যাটে দলের পারফর্ম্যান্সের উন্নতি ও ধারাবাহিকতার জন্য সমাধান সূত্র খুঁজে বার করা হবে।"

প্রথম রাউন্ডের শুরুতেই স্কটল্যান্ডের কাছে ম্যাচ হেরে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরে জিম্বাবোয়েকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় নিকোলাস পুরানদের। গতকাল হোবার্টে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রানেই বাঁধা পড়ে ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে বড় জয় নিয়ে সুপার-১২-তে জায়গা পাকা করে নেয় আইরিশরা।

রিকি স্কেরিট
T-20 World Cup 22: মধুর প্রতিশোধ! অজিদের হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু কিউইদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in