বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলার আগে সুখবর ভারতীয় ক্রিকেট দলে। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এ পুরুষদের ব্যাটিং বিভাগে ১ ধাপ করে উপরে উঠলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়াল।
মঙ্গলবার আইসিসির নয়া ক্রম তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে রোহিত শর্মা ১ ধাপ উপরে উঠে পঞ্চম স্থানে রয়েছেন। যশস্বী জয়সওয়াল ১ ধাপ উপরে উঠে ষষ্ঠ স্থানে এবং বিরাট কোহলি একধাপ উপরে উঠে সপ্তম স্থানে রয়েছেন। রোহিতের পয়েন্ট ৭৫১, যশস্বীর রয়েছে ৭৪০ পয়েন্ট এবং বিরাটের আছে ৭৩৭ পয়েন্ট।
এই তালিকায় এক ধাক্কায় সাত ধাপ নেমেছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। তিনি বর্তমানে ১২তম স্থানে রয়েছেন। তাঁর পয়েন্ট ৭০৯। প্রথম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। পয়েন্ট ৮৯৯। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর পয়েন্ট ৮৫৯। তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। তাঁর পয়েন্ট ৭৬৮। ৭৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অজি তারকা স্টিভ স্মিথ।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে চিদম্বরম স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। কানপুরের গ্রীনপার্ক স্টেশিয়ামে সেই টেস্ট অনুষ্ঠিত হবে। তারপর ৩টি টি-২০ ম্যাচ খেলবে দুই দেশ। প্রথমটি হবে ৬ অক্টোবর, দ্বিতীয়টি হবে ৯ অক্টোবর এবং তৃতীয়টি হবে ১২ অক্টোবর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন