ইউ এস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন তৃতীয় বাছাই হওয়া স্প্যানিশ তারকা কার্লস আলকারাজ। বিশ্বের ৭৪ নম্বরে থাকা নেদারল্যান্ডসের বোটিক-র কাছে ৬-১, ৭-৫ এবং ৬-৪ ব্যবধানে পরাজিত হয়েছেন আলকারাজ।
কার্যত অঘটনই বলা চলে। কেউ ভাবতেই পারেননি দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেবেন প্যারিস অলিম্পিক্সে রুপোর পদকজয়ী টেনিস তারকা। পাশাপাশি ফরাসি ওপেন ও উইম্বলডনও জিতেছিলেন তিনি। ইউ এস ওপেনেও এগিয়ে থেকেই খেলতে নেমেছিলেন তিনি। প্রথম সেটে নেদারল্যান্ডসের প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি আলকারাজ। ৬-১ ব্যবধানে পরাজিত হন আলকারাজ।
দ্বিতীয় সেটে আলকারাজ কিছুটা খেলায় ফিরলেও জিততে পারেননি। ফলে বোটিক ভ্যান ডি দ্বিতীয় সেটে ৭-৪ এবং তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে হারান আলকারাজকে।
আলকারাজকে হারিয়ে বোটিক বলেন, "এ এক দারুণ অনুভূতি। স্টেডিয়ামে প্রচুর দর্শক এসেছিলেন ম্যাচ দেখতে। আলকারাজকে হারিয়ে আমি বাকরুদ্ধ। আগের ম্যাচে জিতে আত্মবিশ্বাস বেড়েছিল। প্রথম সেটে হেরে গিয়েছিলাম ঠিকই। কিন্তু পরে একটা একটা পয়েন্টের জন্য ঝাঁপিয়ে ছিলাম।"
তবে কোনও গ্র্যান্ডস্লাম প্রতিযোগিতা থেকে এই প্রথম দ্বিতীয় রাউন্ডে বিদায় হননি আলকারাজ। এর আগে ২০২১ উইম্বলডনে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন। তারপর থেকে এই প্রথম তিনি কোনও গ্র্যান্ডস্লাম থেকে দ্বিতীয় স্থানে বিদায় নিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন