গুজরাট টাইটানসের বিপক্ষে শেষ ওভারে পর পর পাঁচটি ছক্কা হাঁকিয়ে নাইটদের জয় এনে দিয়েছিলেন রিঙ্কু সিং। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৯ রান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে শেষ ওভারে যেকোনো দলেরই এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়। এমন নজির আর কোনো দলেরই নেই। কিন্তু আগামী দিনে এমনটা আর দ্বিতীয়বার করে দেখাতে পারবেন না রিঙ্কু। এমন মত ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগের।
শেহওয়াগ মনে করেন যে এই কীর্তি এতটাই বিরাট যে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি করতে পারবেন না রিঙ্কু। ভবিষ্যতে এক ওভারে ছয় ছক্কা মারা রিঙ্কুর পক্ষে অসম্ভব।
ক্রিকবাজকে শেহওয়াগ বলেন, "কেকেআর দলে একটা বিশ্বাস আছে যে রিঙ্কু সিং এখনও আছেন। এমএস ধোনি যখন ম্যাচ ফিনিশ করতেন, তখন একটি বিশ্বাস ছিল যে ধোনি এখনও আছেন। নব্বইয়ের দশকে মনে করা হতো তেন্ডুলকার থাকলে ম্যাচ জেতা যায়, না হলে না। এখন সেই একই কথা কেকেআর ও রিঙ্কু সিং-এর। আগে তাদের জন্য আন্দ্রে রাসেল ছিলেন।"
শেহওয়াগ বলেন,"ক্রিকেটের ইতিহাসে এমনটি কখনও ঘটেনি এবং রিংকু সিং আর কখনও এটি করতে পারবেন না। এই রেকর্ড যে হয়েছে, তা হয়তো ভেঙে যাবে, কিন্তু রিংকু জীবনে কখনোই ৬টি ছক্কা মেরে সেই রেকর্ড ভাঙতে পারবে না।"
পাশাপাশি ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার জানান, "এমন ইনিংস খেলার জন্য ভাগ্য লাগে। ওই ওভারটা যদি আলজারি জোসেফ করত তা হলে রিঙ্কুও হয়তো জানে যে, ও জেতাতে পারত না। নেটে যশ দয়ালকে অনেক বার খেলেছে রিঙ্কু। তাই ও পরিকল্পনা করে নিতে পেরেছিল।"
গুজরাটের বিপক্ষে ঐতিহাসিক ইনিংস খেলার পর শুক্রবার হায়দরাবাদের বিপক্ষেও দুর্দান্ত ইনিংস খেলেন রিঙ্কু সিং। ৩১ বলে ৫৮ রান করেন তিনি। যদিও এই ম্যাচ ২৩ রানে হেরে যায় কলকাতা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন