ফেরা অঘটন ইউএস ওপেনে। এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ী টেনিস তারকা নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষের কাছে ৬-৪, ৬-৪, ২-৬ এবং ৬-৪ ব্যবধানে পরাজিত হন তিনি।
১৮ বছরের ইতিহাসে এই প্রথমবার ইউএস ওপেন থেকে এত দ্রুত ছিটকে গেলেন জকোভিচ। বিশ্বের ২৮ নম্বর র্যাঙ্কিং-এ থাকা অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পোপিরিনের কাছে পরাজিত হলেন তিনি। পর পর দুটি সেট জিতে বেশ আত্মবিশ্বাসী লাগে পোপিরিনকে। কিন্তু তৃতীয় সেটে খেলায় ফেরেন জোকার। তৃতীয় সেট জেতেন ৬-২ ব্যবধানে। কিন্তু চতুর্থ সেট ৬-৪ ব্যবধানে জিতে চতুর্থ রাউন্ডে যোগ্যতা অর্জন করলেন অস্ট্রেলিয়ান টেনিস প্লেয়ার।
জকোভিচকে হারিয়ে পোপিরিন বলেন, 'এর আগেও জকোভিচের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু জিততে পারিনি। কিন্তু এই ম্যাচটা একটু অন্যরকম ছিল। আমি সুযোগের সদ্ব্যবহার করেছি। গ্র্যান্ডস্লামে এর আগে কমপক্ষে ১৫ বার উঠেছি। কিন্তু একবারও চতুর্থ রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করতে পারিনি। এবার সেটা করে দেখিয়েছি। আমার কাছে অবিশ্বাস্য লাগছে বিষয়টা। তাছাড়া একজন সেরা টেনিস তারকাকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়া সত্যিই গর্বের ব্যাপার'।
এর আগে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যান স্পেনের কার্লস আলকারাজা। নেদারল্যান্ডসের বোটিক-র কাছে ৬-১, ৭-৫ এবং ৬-৪ ব্যবধানে পরাজিত হয়েছেন আলকারাজ। কোনও গ্র্যান্ডস্লাম প্রতিযোগিতা থেকে এই প্রথম দ্বিতীয় রাউন্ডে বিদায় হননি আলকারাজ। এর আগে ২০২১ উইম্বলডনে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন