আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এ বোলারদের তালিকায় এই প্রথম শীর্ষ স্থান দখল করলেন জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং পয়েন্ট ৮৮১। সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে প্রথমে উঠে এলেন বুমরাহ।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই ৬টি উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৩টি উইকেট। ম্যাচের সেরাও নির্বাচিত হন বুমরাহ। মঙ্গলবার আইসিসির টেস্ট র্যাঙ্কিং প্রকাশিত হয়। সেখানেই দেখা যায় প্রথম স্থানে উঠে এসেছেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। তৃতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও জস হেজেলউড।
নিজের টেস্ট কেরিয়ারে এই প্রথম শীর্ষ স্থান অর্জন করলেন তিনি। ৩৪টি টেস্ট ম্যাচের মধ্যে ১০ বার ৫ উইকেট নিলেও আগে কখনও ১ নম্বরে জায়গা করতে পারেননি বুমরাহ। এছাড়া প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসেবেও প্রথম স্থান দখল করলেন এই তারকা পেসার। এর আগে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং বিশান বেদি শীর্ষ স্থান অর্জন করেছিলেন।
জসপ্রীত বুমরাহ-র পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে নজর কেড়েছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। আইসিসি ক্রমতালিকায় ৩৭ ধাপ উপরে উঠে বর্তমানে ২৯ নম্বরে আছেন তিনি। এছাড়া ১৪ ধাপ উপরে এসে ৩৮ নম্বরে আছেন শুবমন গিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন