২০২৫ আইপিএল-র নিলামে যুক্ত হলেন আরও ৩ ক্রিকেটার। যার মধ্যে ২ জন বিদেশি এবং ১ জন ভারতীয়।
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় ২০২৫ আইপিএল-র মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তার ২ দিন আগে নিলামের তালিকায় যুক্ত হলেন ৩ জন ক্রিকেটার। একজন হলেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার, দ্বিতীয় জন আমেরিকার সৌরভ নেত্রাভালকর এবং তৃতীয় জন হলেন হার্দিক তামোরে।
ইংল্যান্ডের হয়ে ২৯টি টি-২০ খেলেছেন জোফ্রা। ৩৫টি উইকেট নিয়েছেন তিনি। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি।
এবার ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ১৫৭৪ জন প্লেয়ার নিলামে ওঠার জন্য নাম রেজিস্টার করিয়েছিলেন। তার মধ্যে বাছাই করে ৫৭৪ জনের তালিকা চূড়ান্ত করে বিসিসিআই। নতুন করে ৩ জনের নাম নথিভুক্ত হওয়ায় প্লেয়ার সংখ্যা বেড়ে হয়েছে ৫৭৭।
৫৭৭ জন প্লেয়ারের মধ্যে ৩৬৭ জন ভারতীয় এবং ২১০ জন বিদেশি রয়েছে। যার মধ্যে ৪ জন সহযোগী দেশের প্লেয়ারও রয়েছেন। ৩১৯ জন ভারতীয় আনক্যাপড এবং ১২ জন বিদেশি আনক্যাপড প্লেয়ার অংশ নেবেন নিলামে। ১৯৪ জন ক্যাপড বিদেশি প্লেয়ার এবং ৪৮ জন ভারতীয় ক্যাপড প্লেয়ার নিলামে উঠবেন।
মোট ৮২ জন প্লেয়ারের রিজার্ভ প্রাইস রাখা হয়েছে ২ কোটি টাকা। ২৭ জন প্লেয়ারের রিজার্ভ প্রাইস ১.৫ কোটি, ১৮ জনের মূল্য ১.২৫ কোটি, ২৩ জনের রিজার্ভ প্রাইস ১ কোটি, ৯২ জনের মূল্য ৭৫ কোটি, ৮ জনের মূল্য ৫০ লক্ষ টাকা, ৫ জনের মূল্য ৪০ লক্ষ টাকা এবং ৩২২ জন ক্রিকেটারের রিজার্ভ প্রাইস রাখা হয়েছে ৩০ লক্ষ টাকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন