মাত্র ২ ঘণ্টাতেই টিকিট শেষ। মোহনবাগান মাঠে আগামী ৪ জুলাই আসছেন কাতার ফিফা বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তার জন্য মোহনবাগান মাঠ থেকে সমর্থকদের শনিবার ও রবিবার টিকিট দেওয়ার কথা বলা হয়েছিল।
প্রত্যেক সমর্থককে একটি করে টিকিট দেওয়া হবে ঠিক ছিল। কিন্তু শনিবার দুপুরে টিকিট কাউন্টার খুলতেই ২ ঘণ্টার মধ্যে টিকিট শেষ হয়ে যায়। বহু সমর্থক টিকিট না পেয়ে ক্লাবের বাইরে বিক্ষোভও দেখান। এদিন সকাল থেকেই ফ্রি টিকিট নিতে বিশাল লাইন পড়ে। ইডেন গার্ডেন্সের বিপরীতে পিডব্লিউডি কাউন্টার থেকে দেওয়া হচ্ছিল টিকিট।
মোহনবাগানে এসে নবনির্মিত পেলে-মারাদোনা-সোবার্স গেটের উদ্বোধন করবেন মার্টিনেজ। এছাড়া ১০ জন নতুন লাইফ মেম্বার মার্টিনেজের হাত থেকে সদস্যপদ নেবেন। ফ্লাডলাইটে মোহনবাগান মাঠে একটি প্রর্দশনী ম্যাচ হবে, সেই ম্যাচের কিক অফ করবেনও তিনি। ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান একাদশ বনাম পুলিশ কমিশনার একাদশ।
প্রথম বার সদ্য বিশ্বকাপজয়ী কোনও ফুটবলার ভারতে আসছেন। মোহনবাগান মাঠের পরেরদিন অর্থাৎ ৫ জুলাই বুধবার বেলা সাড়ে বারোটায় মিলনমেলায় 'তাহাদের কথা' নামক একটি অনুষ্ঠানে থাকবেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। মার্টিনেজকে দেখতে পারবেন দর্শকরা সেখানে টিকিট কেটে। ৪৯৯ টাকা থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ভাগের টিকিট রয়েছে। ব্রোঞ্জ, গোল্ড, সুপার গোল্ড, প্ল্যাটিনাম-এ বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে টিকিটগুলিকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন