অলিম্পিক্সের আরও দুই ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নেবার কথা ঘোষণা করলেন আমেরিকান তারকা জিমন্যাস্ট সিমোনে বাইলস। এর আগে দুই দলগত ইভেন্ট থেকেও মানসিক স্বাস্থ্যের কারণে নাম প্রত্যাহার করেছিলেন ২৪ বছর বয়সী এই তারকা। এদিনের ঘোষণা অনুযায়ী, আনইভেন বার এবং ভল্ট থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
শনিবার আমেরিকান জিমন্যাস্ট দলের ট্যুইটার হ্যান্ডেল থেকে সিমোনে বাইলস-এর সরে দাঁড়ানোর কথা ঘোষণা করা হয়। আমেরিকান জিমন্যাস্ট দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি অনুসারে, আজ আরও একদফা চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার পর সিমোনে বাইলস সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভল্ট এবং আনইভেন বার-এর ফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেবেন। এখনও ফ্লোর এক্সারসাইজ এবং ব্যালেন্স বীমে তিনি অংশ নেবেন কিনা সেই বিষয়ে প্রতিদিন চিকিৎসকদের সঙ্গে পরামর্শ চালিয়ে যাচ্ছেন।
ভল্টের ফাইনাল থেকে সিমোনে বাইলস সরে দাঁড়ানোয় সেখানে সুযোগ পাচ্ছেন অপর আমেরিকান জিমন্যাস্ট মিকালা স্কিনার। যিনি কোয়ালিফাইং-এ চতুর্থ হয়েছিলেন।
আনইভেন বারের ফাইনালে সিমোনে সরে দাঁড়ানোয় সেখানে সুযোগ পাচ্ছেন ফরাসী প্রতিযোগী মেলানিয়া ডি জেসাস ডস স্যান্টোস।
গত ২৭ জুলাই মহিলাদের দলগত প্রতিযোগিতার ফাইনালে ট্যুইস্টিং ভল্ট দিতে ব্যর্থ হবার পর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান সিমোনে। তিনি স্কোর করেছিলেন ১৩.৭৩৩। তাঁর বদলে জর্ডন চিলস বাকী তিনটি ইভেন্টে অংশ নেন। যদিও সিমোনে সরে দাঁড়ানোয় রূপোতেই সন্তুষ্ট থাকতে হয় আমেরিকান দলকে।
এবারের অলিম্পিক্সে চারটি বিভাগেরই ফাইনালে উঠেছেন সিমোনে বাইলস। যার মধ্যে ভল্ট এবং আনইভেন বারের ফাইনাল অনুষ্ঠিত হবার কথা আগামীকাল ১ আগস্ট। ফ্লোর এক্সারসাইজের ফাইনাল হবার কথা আগামী ২ আগস্ট। ব্যালেন্স বীমের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ আগস্ট।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন