অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেন আমেরিকান জিমন্যাস্ট সিমোনে বাইলস। মহিলাদের আরটিস্টিক জিমন্যাস্টিক্সের বিদায়ী চ্যাম্পিয়ন সিমোনে অলিম্পিক্স থেকে নাম তুলে নেবার কারণ হিসেবে 'মানসিক স্বাস্থ্য'র উল্লেখ করেছেন। তাঁর জায়গায় আমেরিকান দলের হয়ে কোয়ালিফাইং রাউন্ডে নবম স্থানাধিকারী জেড ক্যারি অংশ নেবেন।
বুধবার এক ট্যুইট বার্তায় আমেরিকান জিমন্যাস্টিক্স টিম জানিয়েছে, আরও একদফা মেডিক্যাল পরীক্ষার পর নিজের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে সিমোনে বাইলস টোকিও অলিম্পিক্সের ব্যক্তিগত অল অ্যারাউন্ড কম্পিটিশন থেকে তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছেন।
২৪ বছর বয়সী সিমোনে এখনও পর্যন্ত অলিম্পিক্সে ৬টি পদক জয় করেছেন। গতকালই মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে তিনি দলগত ইভেন্টের ফাইনাল থেকেও নাম প্রত্যাহার করে নেন।
যদিও এখনও পর্যন্ত আমেরিকান জিমন্যাস্ট দলের পক্ষ থেকে জানানো হয়নি আগামী সপ্তাহের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে সিমোনে অংশ নেবেন কিনা। তবে আমেরিকান জিমন্যাস্ট দলের পক্ষ থেকে জানা গেছে সিমোনে বাইলস নিয়মিত প্র্যাকটিসে অংশ নিচ্ছেন।
গতকাল মহিলাদের দলগত প্রতিযোগিতার ফাইনালে ট্যুইস্টিং ভল্ট দিতে ব্যর্থ হবার পর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান সিমোনে। তিনি স্কোর করেছিলেন ১৩.৭৩৩। তাঁর বদলে জর্ডন চিলস বাকী তিনটি ইভেন্টে অংশ নেন। যদিও সিমোনে সরে দাঁড়ানোয় রূপোতেই সন্তুষ্ট থাকতে হয় আমেরিকান দলকে।
এবারের অলিম্পিক্সে চারটি বিভাগেরই ফাইনালে উঠেছেন সিমোনে বাইলস। যার মধ্যে ভল্ট এবং আনইভেন বারের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ আগস্ট। ফ্লোর এক্সারসাইজের ফাইনাল হবার কথা আগামী ২ আগস্ট। ব্যালেন্স বীমের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ আগস্ট।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন