ফ্রিস্টাইলের ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া। রবি দাহিয়ার হাত ধরে রূপো জয়ের পর কুস্তিতে ভারতের ঝুলিতে এলো আরও একটি পদক। সব মিলিয়ে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত ৬ টি পদক এসেছে।
সেমিফাইনালে ছিটকে গেলেও রেপেচাজ রাউন্ডের মাধ্যমে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন পুনিয়া। কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভকে ৮-০ ব্যবধানে হারিয়ে দেশের পদক সংখ্যা বাড়ান এশিয়াড ও কমনওয়েলথ গেমসে সোনা জয়ী বজরং।
বজরংকে নিয়ে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখেছিলো ভারত। তবে সে স্বপ্ন ধূলিসাৎ হয় গতকালই। সেমিফাইনাল বাউটে রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ী তথা তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন হাজি আলিয়েভের কাছে ৫-১২ ব্যবধানে পরাজিত হন বজরং। প্রথম প্রথম বাউটে কিরগিজস্তানের এরনাজার আকমাতালিয়েভকে পরাজিত করেন এবং কোয়ার্টার ফাইনালে ইরানের মর্তেজা গিয়াসি চেকাকে পরাজিত করে ঝড়ের গতিতে সেমিফাইনালে ওঠেন বজরং। তবে সেমিফাইনালে বাউট হেরে যান তিনি। সোনা ও রূপো থেকে বঞ্চিত হলেও ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে সফল হয়েছেন হরিয়ানার ২৭ বর্ষীয় ভারতীয় তারকা কুস্তিগীর।
শনিবার পদক জয়ের দোরগোড়ায় এসেও খালি হাতে ফিরতে হয়েছে অদিতি অশোককে। প্রথম তিন রাউন্ডে দ্বিতীয় স্থানে থাকা অদিতি ইতিহাস রচনা করে গলফে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। শনিবার চতুর্থ রাউন্ডে এক সময় লীডারও হয়েছিলেন তিনি। তবে শেষের দিকে শীর্ষ তিন স্থানে থাকতে পারেননি। চতুর্থ স্থানে থেকে শেষ করেন গল্ফ অভিযান। অদিতি পদক না জিতলেও, জিতেছেন সমগ্র দেশবাসীর মন। তাঁর লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন দেশবাসী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন