টোকিও অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করলেন লাভলিনা বরগোহাঁই। শুক্রবার বক্সিংয়ের ৬৯ কেজির কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেয়ের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন তিনি। প্রথমবার অলিম্পিক্সে অংশ নিয়েই পদক নিশ্চিত করে ইতিহাসও গড়লেন অসমের এই বক্সার।
কোয়ার্টার ফাইনালে লাভলিনা মুখোমুখি হয়েছিলেন চিনা তাইপেয়ের চেন নিয়েন-চিনের। ৪-১ ব্যবধানে নিয়েন-চিনকে হারিয়ে দেন লাভলিনা। পাঁচ রাউন্ডে সার্বিকভাবে লাভলিনা বাউট জেতেন ৩০-২৭, ২৯-২৮, ২৮-২৯, ৩০-২৭, ২০-২৭।
কোয়ার্টার ফাইনালে জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছেন এশীয় চ্যাম্পিয়নশিপে দুবার পদকজয়ী লাভলিনা। তবে দেশের জন্য সোনা জিততে চান তিনি। কোয়ার্টার ফাইনালে জিতে তিনি বলেন, "ভারতের জন্য সোনা জিততে চাই। সেটাই আমার আসল লক্ষ্য।" সেমি ফাইনালে লাভলিনা মুখোমুখি হবেন তুরষ্কের সুসেনাজ সুরমেনেলির।
অলিম্পিক্সে দেশের জন্য পদক নিশ্চিত করতেই সোশ্যাল মিডিয়ায় লাভলিনা কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় নেটিজেনরা। খুশির হাওয়া অসমের গোলাঘাট জেলার বারোমুখিয়া গ্রামেও, যেখানে ১৯৯৭ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন লাভলিনা। ২০১৮ ও ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন