Tokyo Olympics: কাল ফুটবলের কোয়ার্টার ফাইনালে ইজিপ্টের বিরুদ্ধে ব্রাজিল

এছাড়াও স্পেন নামবে আইভোরি কোস্টের বিরুদ্ধে , জাপান নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং সাউথ কোরিয়া মুখোমুখি হবে মেক্সিকোর। আগামীকালই অনুষ্ঠিত হবে চারটি কোয়ার্টার ফাইনাল।
ব্রাজিল দল
ব্রাজিল দলফুটবল ট্যুইট ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

আগামী কাল পুরুষদের ফুটবলের কোয়ার্টার ফাইনাল। রিও অলিম্পিকের সোনা জয়ী ব্রাজিল অলিম্পিক দল মাঠে নামবে মিশর অলিম্পিক দলের বিপক্ষে। এছাড়াও স্পেন নামবে আইভোরি কোস্টের বিরুদ্ধে , জাপান নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং সাউথ কোরিয়া মুখোমুখি হবে মেক্সিকোর। আগামীকালই অনুষ্ঠিত হবে চারটি কোয়ার্টার ফাইনাল।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্সের মতো হেভিওয়েট দল। এবার সেমিফাইনালে ওঠার প্রাণপণ লড়াই আট দলের মধ্যে। গ্রুপ এ-এর শীর্ষে থেকে নক আউট পর্বে পৌঁছেছে জাপান। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। এই গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে মেক্সিকো। ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকা বাদ পড়েছে গ্রুপ এ-থেকে।

তিন ম্যাচের দুটিতে জয় নিয়ে গ্রুপ বি-এর শীর্ষে থেকে শেষ করেছে দক্ষিণ কোরিয়া। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে বাদ পড়েছে রোমানিয়া এবং হন্ডুরাস। গ্রুপ সি- থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে যথাক্রমে স্পেন এবং মিশর। এই গ্রুপে অঘটন ঘটেছে আর্জেন্টিনার বিদায়ে। অস্ট্রেলিয়া শেষ করেছে গ্রুপ সি-এর শেষে থেকে। গ্রুপ ডি-থেকে নক আউট পর্বে পৌঁছানো দুই দল ব্রাজিল এবং আইভোরি কোস্ট। ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। অন্যদিকে রিও অলিম্পিকে রূপো জয়ী জার্মানির বিদায় নেওয়ায় অঘটন ঘটেছে এই গ্রুপেও।

ব্রাজিলের হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন রিচার্লিসন। ব্রাজিলের গ্রুপ পর্বের সাত গোলের মধ্যে রিচার্লিসন করেছেন একা পাঁচ গোল। অলিম্পিকে সর্বোচ্চ গোলদাতা তিনিই। জার্মানির বিপক্ষে দুরন্ত হ্যাটট্রিকের পর সৌদি আরবের বিপক্ষে জোড়া গোল করেন এই ২৪ বর্ষীয় এভারটন ফরোয়ার্ড।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in