রবি দাহিয়া পারলেও দীপিক পুনিয়া পারলেন না। পুরুষদের ফ্রিস্টাইলের ৮৬ কেজি বিভাগের সেমিফাইনালে মার্কিন কুস্তিগীর ডেভিড টেলরের কাছে ১০-০ ব্যবধানে হারলেন দীপক। তবে সেমিফাইনালে হারলেও পদক জয়ের এখনও একটি সুযোগ রয়েছে পুনিয়ার সামনে। আগামীকাল ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবেন তিনি।
বুধবার ঝড়ের গতিতে সেমিফাইনালে উঠেছিলেন দীপক। প্রি কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ার আজিয়োমোরকে ১২-১ ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেন। এরপর কোয়ার্টার ফাইনালে চীনের লিন জুশেনকে ৬-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছান তিনি। সেমিফাইনালে মার্কিন কুস্তিগীর ডেভিড টেলরের কাছে হেরে যান তিনি। দীপক হারলেও পদক জয়ের লড়াই থেকে এখনও ছিটকে যাননি। তাঁর সামনে সুযোগ রয়েছে ব্রোঞ্জ জয়ের।
বুধবার পুরুষদের ফ্রিস্টাইলের ৫৭ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গেলেন রবি দাহিয়া। সেমিফাইনালে কাজাখস্তানের নুরিস্লাম সানায়েভকে হারিয়ে বাউট জিতে নেন রবি। ৫ ই আগস্ট রবি দাহিয়ার হাত ধরে কুস্তিতে সোনা ঘরে তোলার জন্য মুখিয়ে আছে আসমুদ্র হিমাচল।
অন্যদিকে মহিলাদের গলফে সাড়া জাগাচ্ছেন ভারতীয় তারকা অদিতি অশোক। বুধবার প্রথম রাউন্ডের শেষে যুগ্ম ভাবে মার্কিন গল্ফার নেলি কর্ডার সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন