শেষ মুহূর্তে অলিম্পিকের দরজা খুলে গিয়েছিলো বাংলার মেয়ে প্রণতি নায়েকের। রবিবার আর্টিস্টিক জিমন্যাস্টিকের বাছাই পর্বে নেমেছিলেন তিনি। তবে সাধ্য মতো লড়াই করেও ফাইনালে ওঠা হলোনা বাংলার মেয়ের। যোগ্যতা অর্জন পর্বে দ্বাদশ স্থানে শেষ করলেন তিনি।
আর্টিস্টিক জিমন্যাস্টিকের কোয়ালিফিকেশনের অলরাউন্ডা পর্বে প্রণতির স্কোর ৪২.৫৬৫। এর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন ভল্টে। ভল্টে তাঁর স্কোর ১৩.৪৬৬। এ ছাড়া ফ্লোরে ১০.৬৩৩, আনইভেন বারে ৯.০৩৩ এবং ব্যালান্স বিমে ৯.৪৩৩ পয়েন্ট পেয়েছেন তিনি। মাত্র দু মাস সময় ছিলো প্রণতির হাতে।
মে মাসে হঠাৎ করেই মহাদেশীয় কোটায় টোকিওর দরজা খুলে যায় তাঁর সামনে। মেদিনীপুরের পিংলার মেয়ে মাত্র দু মাসেই নিজেকে অলিম্পিকের জন্য প্রস্তুত করেন। কোচ লক্ষণ শর্মার অধীনে অনুশীলন চালিয়ে যান তিনি। তবে সামনে অলিম্পিক থাকায় কোনো ঝুঁকি পূর্ণ অনুশীলন করছিলেন না।
রবিবার সকালে যোগ্যতা অর্জন পর্বে নেমে বাংলার মেয়ে তাঁর সবটুকু দিয়েই লড়াই করে যায়। হাতে সময় না থাকায় অনুশীলনে খামতি থাকে। তাই নিজের সর্বোচ্চটা দিয়েও শেষ করতে হয় দ্বাদশ স্থানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন