ইতিহাস রচনা করলো ভারতের মহিলা হকি দল। ৪১ বছরে এই প্রথম অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে তাঁরা। শনিবার সকালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রেখেছিলেন রানি রামপালরা। তবে তাঁদের চোখ ছিলো গ্রেট ব্রিটেন বনাম আয়ারল্যান্ডের ম্যাচের ওপর। গাণিতিক সমীকরণ অনুযায়ী গ্রেট ব্রিটেন যদি আয়ারল্যান্ডকে হারায় তবেই শেষ আটে পৌঁছাবে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে রুখে দেয় গ্রেট ব্রিটেন। আর ব্রিটেনের জয়ে কোয়ার্টার ফাইনালের দরজা খুলে যায় টিম ইন্ডিয়ার।
পুল-'এ'র প্রথম তিন ম্যাচে যথাক্রমে নেদারল্যান্ডস, জার্মানি ও গ্রেট ব্রিটেনের কাছে হারের পর শুক্রবার চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল রানি রামপালরা। শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকেও ৪-৩ গোলে হারায় তাঁরা।
পুল এ-র আজকেই শেষ ম্যাচ ছিল ভারতের। এই ম্যাচ ছিল ভারতীয় মহিলা হকি দলের কাছে মরণ-বাঁচন ম্যাচ। লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ তাঁদের জিততেই হতো। তাই আজকের ম্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত জেতার জন্যই খেলেছেন তাঁরা।
ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় বন্দনা কাটারিয়ার গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু প্রথম কোয়ার্টারেই সেই গোল শোধ করে দেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় কোয়ার্টারেও গোল করেন বন্দনা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা শোধ করে দেয় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় কোয়ার্টারে গোল করেন নেহা। কিন্তু তৃতীয় কোয়ার্টার শেষের আগেই সমতা ফেরায় বিপক্ষ দল। চতুর্থ কোয়ার্টারে হ্যাট্রিক করেন বন্দনা। খেলা শেষের আগে পর্যন্ত এই গোল আর শোধ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলে ৪-৩ গোলে জয় হয় ভারতের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন