টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গেলসে দুরন্ত লড়াই করে তৃতীয় রাউন্ডে উঠলেন মণিকা বাত্রা। দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কার বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নেয় ভারতীয় প্যাডলার। খেলার ফলাফল মণিকার পক্ষে ৪-১১, ৪-১১, ১১-৭, ১২-১০, ৮-১১, ১১-৫, ১১-৭।
ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কাকে অলিম্পিকের অন্যতম ফেভারিট ধরা হয়েছিলো। শুরুতে মণিকার ওপর ভারীও হয়ে পড়েছিলেন তিনি। প্রথম দুই সেটে ১১-৪, ১১-৪ ফলাফলে জয় ছিনিয়ে নিয়েছিলেন ইউরোপের তারকা। তবে তৃতীয় সেট থেকে দুরন্ত কামব্যাক করেন ভারতীয় প্যাডলার। তৃতীয় এবং চতুর্থ সেট ১১-৭, ১২-১০ ব্যবধানে জিতে নিজের নামে করে নেন মণিকা।
পঞ্চম সেটে আবার মার্গারিটা ১১-৮ ব্যবধানে জয় হাসিল করেন। তবে ষষ্ঠ ও সপ্তম সেটে বাজিমাৎ করেন ভারতীয় তারকা। ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছালেন তিনি। তবে রবিবার শ্যুটিং ইভেন্টে হতাশ করলেন মনু ভাকের এবং যশস্বিনী দেশওয়াল। মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বেই আটকে গেলেন দুজনে। মনু শেষ করলেন ১২ নম্বর স্থানে এবং যশস্বিনী ১৩ নম্বরে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন