Tokyo Olympics: হকির সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে হার ভারতের

ভারত সেমিফাইনালে হারলেও তাদের সামনে এখনো ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ রয়েছে। সেমিফাইনালের অপর ম‍্যাচে অস্ট্রেলিয়া ও জার্মানির মধ‍্যে যে দল পরাজিত হবে, তাদের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবে ভারত।
Tokyo Olympics: হকির সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে হার ভারতের
Published on

টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্ন শেষ ভারতীয় হকি দলের। সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ২-৫ গোলে হেরে গেলেন মনপ্রীতরা। তবে পদক জয়ের আশা এখনও শেষ হয়নি। ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা রয়েছে এখনও।

মঙ্গলবারের খেলায় শুরুটা ভালোই করেছিল ভারত। এক মিনিটের ব‍্যবধানে দুটি গোল করে ভারত। পেনাল্টি কর্ণার আদায় করে একটি গোল করেন হরমনপ্রীত সিং। এর এক মিনিট পরেই ফের গোল আসে মনদীপের স্টিক থেকে। প্রথম কোয়ার্টারের শেষ ২-১ গোলে এগিয়ে ছিল ভারত।

কিন্তু এরপর আর গোল করতে পারেনি মনপ্রীতরা। একাধিক পেনাল্টি কর্ণার পেলেও তা কাজে লাগাতে পারেননি তাঁরা। অপরদিকে পেনাল্টি কর্ণারের সুযোগ নিয়েই ৫ গোলে ভারতকে হারালো বেলজিয়াম।

তৃতীয় কোয়ার্টার পর্যন্ত দুই দলই সমান সমান টক্কর দিয়েছে। দুই দলেরই সমান গোল ছিল, ২-২। শেষ কোয়ার্টারেই একাধিক পেনাল্টি আদায় করে তিনটি গোল দেয় বেলজিয়াম।‌ যার ফলে ৫-২ গোলে জিতে টোকিও অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে যায় তারা।

ভারত সেমিফাইনালে হারলেও তাদের সামনে এখনো ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ রয়েছে। সেমিফাইনালের অপর ম‍্যাচে অস্ট্রেলিয়া ও জার্মানির মধ‍্যে যে দল পরাজিত হবে, তাদের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবে ভারত।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in