টোকিও অলিম্পিক্সে মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে উঠলেন ভারতীয় অ্যাথলিট কমলপ্রীত কৌর। দুর্দান্ত থ্রো করে সরাসরি ফাইনালে করে নিয়েছেন এঈ তরুণী। অপরদিকে একই খেলা থেকে ছিটকে গেলেন ভারতের অভিজ্ঞ অ্যাথলিট সীমা পুনিয়া।
শনিবার মহিলাদের ডিসকাস থ্রোয়ে দুই গ্রুপ থেকে দুই ভারতীয় কন্যা খেলতে নেমেছিলেন। গ্রুপ এ থেকে সীমা পুনিয়া ও গ্রুপ বি থেকে কমলপ্রীত কৌর। কমলপ্রীতের প্রথম থ্রোটি ৬০ মিটারের উর্ধ্বে থাকলেও সরাসরি ফাইনালে প্রয়োজনীয় ৬৪ মিটারের মার্ক স্পর্শ করতে পারেননি তিনি। দ্বিতীয় থ্রোয়েও একটুর জন্য হাতছাড়া হয়ে যায় সেই সুযোগ। কমলপ্রীত ৬৩.৯৭ মিটার ডিসকাস ছুঁড়েছিলেন। কিন্তু তৃতীয় থ্রোতে ৬৪ মিটার ডিসকাস ছুঁড়ে সরাসরি ফাইনালে উঠে যান প্রথমবার অলিম্পিক্সে অংশ নেওয়া ২৫ বছরের এই পাঞ্জাব কন্যা।
সার্বিকভাবে দ্বিতীয় স্থানে নিজের লড়াই শেষ করেন কমলপ্রীত। অপরদিকে গ্রুপ এ থেকে নামা সীমা পুনিয়া গ্রুপের ৬ নম্বরে থেকে নিজের খেলা শেষ করেন। সবমিলিয়ে তাঁর অবস্থান ১৬ নম্বরে।
আগামী ২ অগস্ট সোমবার মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনাল। কমলপ্রীতের কাছ থেকে পদক পাওয়ার আশায় রয়েছেন দেশবাসী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন