৪১ বছর পর অলিম্পিক্সে পদক পেল ভারতীয় হকি দল। টোকিও অলিম্পিক্সে জার্মানিকে ৫-৪ ব্যবধানে হারিয়ে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন মনপ্রীতরা। পিছিয়ে থেকেও অসাধারণ খেলে জয় ছিনিয়ে নিলেন তাঁরা।
মঙ্গলবার সেমি ফাইনালে হেরে আজ ব্রোঞ্জের জন্য খেলতে নেমেছিল ভারতীয় হকি দল। পেনাল্টি কর্নার ব্যবহার করে ও বিপক্ষের পেনাল্টি কর্নারে দুর্দান্ত ডিফেন্ডিং করে শুরু থেকে শেষ পর্যন্ত জার্মানিকে তীব্র টক্কর দিয়েছেন হরমনপ্রীত-হার্দিকরা।
খেলা শুরুর ২ মিনিটের মাথাতেই গোল করে জার্মানি। ৫ মিনিটে পেনাল্টি কর্নার পেলেও গোলশোধের সুযোগ হাতছাড়া করে ভারত। প্রথম কোয়ার্টারে আর সুযোগই পায়নি তাঁরা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সিমরনজিৎ সিংয়ের স্টিক থেকে আসা অসাধারণ গোলে সমতা ফেরায় ভারত। এই কোয়ার্টারেই উভয় দলই একে অপরের বিরুদ্ধে আরো দুটি করে গোল দেয়। অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টারের শেষে খেলার ফলাফল দাঁড়ায় ৩-৩।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই দুমিনিটের ব্যবধানে পরপর দুটি গোল দিয়ে ৫-৩ গোলে এগিয়ে যায় ভারত। এই কোয়ার্টারের শেষ পর্যন্ত ভারত এই লিড ধরে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু চতুর্থ কোয়ার্টারে একটি গোল শোধ করে জার্মানি। এরপর খেলার শেষ পর্যন্ত আর কোনো দলই গোল করতে পারেনি। ৫-৪ লিড নিয়ে ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতে যায় ভারত।
৪১ বছর পর অলিম্পিক্সে পদক খরা কাটানোর জন্য ভারতীয় হকি দলকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় নেটিজেনরা। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন