ভারতীয় বক্সার অমিত পাঙ্ঘল ৫২ কেজি ফ্লাইওয়েট বিভাগে বিশ্ব র্যাঙ্কিং-এ প্রথম স্থান পেলেন। বিশ্বের ১ নম্বর হিসেবে আসন্ন টোকিও অলিম্পিকে তিনি অংশগ্রহণ করবেন। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বক্সিং টাস্ক ফোর্স-এর পক্ষ থেকে বক্সারদের প্রকাশিত র্যাঙ্কিং-এ তিনি প্রথম স্থানে আছেন।
আসন্ন টোকিও অলিম্পিক্সে বিশ্বের এক নম্বর বক্সার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন অমিত পাঙ্ঘল। এর আগে ২০১৮-র জাকার্তা এশিয়ান গেমসে সোনা এবং কমনওয়েলথ গেমসে রূপো জিতেছিলেন ২৫ বছর বয়সী এই বক্সার।
২০২১-এর এএসবিসি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশীপে অমিত পাঙ্ঘল অলিম্পিক চ্যাম্পিয়ন জোইরভ শাখোবিদিন-এর কাছে ৫২ কেজি বিভাগের ফাইনালে পরাজিত হয়েছিলেন। ওই প্রতিযোগিতায় রূপো জিতেছিলেন ভারতীয় বক্সার অমিত।
পুরুষদের র্যাঙ্কিং-এ অমিত পাঙ্ঘল ছাড়াও অপর ভারতীয় বক্সার মণীশ কৌশিক ১৮ তম র্যাঙ্কিং পেয়েছেন ৬৩ কেজি বিভাগে। এছাড়াও আশিস কুমার এবং সতীশ কুমার যথাক্রমে ৭৫ কেজি এবং ৯১ কেজি বিভাগে নবম র্যাঙ্কিং পেয়েছেন।
মহিলাদের মধ্যে ছ'বারের চ্যাম্পিয়ন মেরি কম ৫১ কেজি বিভাগে সপ্তম র্যাঙ্কিং অর্জন করেছেন। ৬০ কেজি বিভাগে চতুর্থ র্যাঙ্কিং পেয়েছেন সিমরনজিত কাউর। এছাড়াও ৬৯ কেজি বিভাগে লভলীনা বরগোহাই এবং ৭৫ কেজি বিভাগে পূজা রানী যথাক্রমে পঞ্চম এবং অষ্টম র্যাঙ্কিং অর্জন করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন