কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় বক্সার পূজা রানি। এই প্রথমবার অলিম্পিক্সে খেলছেন ৩০ বছরের পূজা। মেডেল জয় থেকে আর মাত্র একধাপ দূরে রয়েছেন তিনি। বুধবার ৭৫ কেজি বিভাগে আলজিরিয়ার ইচরাক চাইব কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন পূজা রানি।
১০ বছরের ছোট ইচরাককে কার্যত দাঁড়ানোরই সুযোগ দেননি পূজা। ৫-০ ব্যবধানে জিতেছেন তিনি। প্রসঙ্গত, পূজার মতো ইচরাকের কেরিয়ারেও এটাই প্রথম অলিম্পিক্স। কোয়ার্টার ফাইনালে পূজার লড়াই হবে চিনা প্রতিদ্বন্দ্বী লি কিয়ানের সঙ্গে।
আগামী শনিবার সেই ম্যাচ রয়েছে। এই ম্যাচে জিতলেই পদক নিশ্চিত দুবারের এশীয় চ্যাম্পিয়ন পূজার। মঙ্গলবার আরো এক ভারতীয় বক্সার লাভলিনা বরগোহাঁই কোয়ার্টার ফাইনালে ফাইনালে পৌঁছেছেন।
শুক্রবার চিনের চেন নিয়েনের মুখোমুখি হবেন তিনি। অপরদিকে বৃহস্পতিবার কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনাল খেলতে নামবেন বক্সার মেরি কম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন