দিল্লির হোটেলে সংবর্ধনা দেওয়া হলো টোকিও অলিম্পিক্সের পদক জয়ীদের। এক মোবাইল প্রস্তুতকারক সংস্থা সংবর্ধনা দিয়েছে তাঁদের। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা বর্তমান আইনমন্ত্রী কিরেণ রিজিজু।
আজই টোকিও থেকে দেশে ফিরেছেন পদকজয়ীরা। দিল্লি বিমান বন্দরে ঢাক-ঢোল বাজিয়ে রাজকীয়ভাবে স্বাগত জানানো হয়েছে নীরজ চোপড়া, বজরং পুনিয়া, লভলিনা বরগোঁহাই, ভারতের হকি দলের সদস্যদের।
দিল্লি বিমান বন্দরে নীরজদের অভ্যর্থনা জানানোর জন্য অসংখ্য মানুষ আগে থেকেই উপস্থিত হয়েছিলেন। মানুষের ভিড় সামলে দিল্লির হোটেলে পৌঁছতে নাজেহাল হতে হয়েছে তাঁদের। আগেই দেশে ফিরেছেন ভারোত্তলনে রূপো জয়ী মীরাবাঈ চানু এবং ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয়ী পিভি সিন্ধু। আজকের সংবর্ধনা অনুষ্ঠানে তাই থাকছেন না তাঁরা।
লন্ডন অলিম্পিক্সের সাফল্যকে পেছনে ফেলে সবচেয়ে বেশি সাতটি পদক ঘরে তুলেছে ভারত। যার মধ্যে রয়েছে একটি সোনা। ট্র্যাক এন্ড ফিল্ডের কোনো ইভেন্টে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন নীরজ চোপড়া। এছাড়াও ভারোত্তলনে মীরাবাঈ চানুর হাত ধরে টোকিওতে প্রথম পদক জেতে ভারত। কুস্তিতে রূপো জেতেন রবি কুমার দাহিয়াও। এছাড়াও ব্যাডমিন্টন সিঙ্গেলসে পিভি সিন্ধু এবং বক্সিংয়ে লাভলিনা বরগোহাঁই ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন। ৪১ বছরের শাপমুক্তি ঘটিয়ে পুরুষদের হকি দল জিতেছে ব্রোঞ্জ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন