ইতিহাস গড়লেন ভারতীয় সাঁতারু সাজন প্রকাশ। শনিবার রোমের সেট্টে কোলি প্রতিযোগিতায় ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ১:৫৬:৩৮ সেকেণ্ড সময় করে তিনি টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র জোগাড় করে নিলেন। এই বিভাগে যোগ্যতা নির্ণয়ের জন্য সময় রাখা হয়েছিলো ১:৫৬:৪৮ সেকেণ্ড। তিনিই প্রথম ভারতীয় যিনি ‘এ’ কোয়ালিফাইং মার্কস নিয়ে অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন।
গত সপ্তাহে বেলগ্রেডে ২০০ মিটার বাটারফ্লাইতে সাজন প্রকাশ সময় করেছিলেন ১:৫৬:৯৬ সেকেণ্ড। যা ছিলো নতুন জাতীয় রেকর্ড। ২০১৮ সালে নিজেরই গড়া ১:৫৭:৭৩ সেকেন্ডের রেকর্ড ভেঙে তিনি ওই রেকর্ড করেছিলেন। যদিও তখনও তিনি টোকিও অলিম্পিক্সের যোগ্যতামানে পৌঁছতে পারেননি। যা তিনি এদিন পেরিয়ে গিয়ে অলিম্পিক্সের ছাড়পত্র অর্জন করে নিলেন।
এদিন যোগ্যতা অর্জনের পর সাই-য়ের পক্ষ থেকে এক ট্যুইট বার্তায় অভিনন্দন জানানো হয় সাজন প্রকাশকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন