আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করলেন কমলপ্রীত কৌর। মহিলাদের ডিসকাস থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে সাড়া জাগালেও ফাইনালে ১২ প্রতিযোগীর লড়াইয়ে ষষ্ঠ স্থানে শেষ করলেন কমলপ্রীত। বৃষ্টি বিঘ্নিত ফাইনালে কমলপ্রীত ৬৩.৭০ মিটার দূরত্বে ডিসকাস থ্রো করেন।
এই প্রতিযোগিতায় সোনা জেতেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভালারি আলম্যান। ৬৮.৯৮ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। ৬৬.৮৬ মিটার ডিসকাস ছুঁড়ে রূপো জেতেন জার্মানির ক্রিস্টিন পুডনেজ। ব্রোঞ্জ জেতেন কিউবার ইয়াইমে পেরেজ। ইয়াইমে ডিসকাস ছোঁড়েন ৬৫.৭২ মিটার।
একের পর এক ব্যর্থতা ভারতকে হতাশ করে তুলছে। সোমবার সকালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস রচনা করে সেমিফাইনালে পৌঁছায় ভারতের মহিলা হকি দল। তবে, মহিলাদের ২০০ মিটারের হিট থেকেই ছিটকে গিয়েছেন ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদ। পুরুষদের ৫০ মিটার রাইফেলের থ্রি পজিশনের যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছিটকে গিয়েছেন ভারতের এ পি এস তোমার এবং এস রাজপুত।
ভারত এখনও পর্যন্ত টোকিও থেকে দুটি অলিম্পিক হাতে পেয়েছে এবং নিশ্চিত করেছে একটি। মীরাবাঈ চানুর রূপো জয়ের পর গতকাল ব্যাডমিন্টনে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন হায়দরাবাদি শাটলার পিভি সিন্ধু। এছাড়াও বক্সার লাভলিনা বরগোহাঁই নিশ্চিত করেছেন একটি পদক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন