নীরজ চোপড়ার হাত ধরে টোকিও অলিম্পিক্সে প্রথম সোনা পেল ভারত। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে শীর্ষ স্থানে থেকে সোনা জিতলেন চোপড়া। অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ব্যক্তিগত ভাবে সোনা পেলেন নীরজ। ২০০৮ সালে শ্যুটিং-এ সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। ভারতের ১০০ বছরের অলিম্পিক্স ইতিহাসে এই প্রথম সোনা পেলেন কোনো ভারতীয় অ্যাথলিট।
কোয়ালিফাই রাউন্ডের প্রথম থ্রোয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে শীর্ষ স্থানে থেকে সরাসরি ফাইনালে প্রবেশ করেছিলেন নীরজ চোপড়া। তাঁর সেই পারফরম্যান্সই বলে দিয়েছিল ১০০ বছর পর অ্যাথলেটিক্সে পদক পেতে চলেছে ভারত।
আজ ফাইনাল খেলতে নেমে প্রথম রাউন্ডেই ৮৭.০৩ মিটার জ্যাভলিন থ্রো করেন নীরজ, যা তাঁর কোয়ালিফিকেশন রাউন্ডের থেকেও ভালো। প্রথম রাউন্ডেই শীর্ষ স্থান দখল করে নেন তিনি। দ্বিতীয় রাউন্ডে আরো বেশি দূরত্ব, ৮৭.৫৮ মিটার ছুঁড়ে প্রথম স্থান ধরে রাখেন তিনি। তৃতীয় রাউন্ডে ৭৬.৭৯ মিটার থ্রো করেন তিনি।
এরপর চতুর্থ ও পঞ্চম রাউন্ডে ফাউল থ্রো করেন নীরজ। ষষ্ঠ তথা শেষ রাউন্ডে ৮৪.২৪ মিটার জ্যাভলিন ছুঁড়েন তিনি। কিন্তু তাঁর দ্বিতীয় রাউন্ডে ছোঁড়া দূরত্বকে আর কেউ অতিক্রম করতে না পারায় শেষ রাউন্ড পর্যন্তই শীর্ষ স্থান ধরে রেখেছিলেন তিনি। তাঁর হাত ধরে সোনা পেল ভারত।
ইতিমধ্যেই এই তারকা অ্যাথলিটকে নেট দুনিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভারতীয়রা। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন