লাভলিনা বরগোহাঁই পারলেও পূজা রাণী পারলেন না। পূজার জয়ে আরও একটি পদক নিশ্চিতের আশায় তাকিয়ে ছিলো দেশবাসী। তবে প্রতিপক্ষ চীনা বিশ্ব চ্যাম্পিয়ন দাঁড়াতেই দেননি ভারতীয় বক্সারকে। ৫-০ ব্যবধানে পূজা রাণীকে হারিয়ে মহিলাদের মিডলওয়েট ক্যাটাগরির (৭৫ কেজি) সেমিফাইনালে পৌঁছালেন 'চীনের প্রাচীর' লি কিয়ান।
প্রি-কোয়ার্টার ফাইনালে আলজেরিয়ান প্রতিপক্ষ ইচরাক চায়েবকে ৫-০ ব্যবধানে হারিয়ে চমক দেখিয়েছিলেন পূজা। তবে কোয়ার্টার ফাইনালে লড়াইটা সহজ ছিলো না। রিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বিশ্বের তিন নম্বর তারকা লি কিয়ান অলিম্পিকের দ্বিতীয় বাছাই। ভারতীয় পূজা পাত্তাই পেলেন না কিয়ানের কাছে।
অলিম্পিকের এই কোয়ার্টার ফাইনালে নামার আগে মোট দু'বার মুখোমুখি সাক্ষাৎ হয়েছিলো এশিয়ার এই দুই তারকার। তবে দু'বারই বাজিমাৎ করেছিলেন লি। ২০১৪ সালে এশিয়ান গেমসে হারানোর পর ২০২০ সালে অলিম্পিকের বাছাই পর্বেও পূজাকে হারান তিনি।
গতবার রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকলেও এবার টোকিওতে লি চাইবেন সোনা জিততে। মিডিলওয়েট ক্যাটাগরির এই বিভাগে এশিয়ান চ্যাম্পিয়নশীপে(২০১৭, ২০১৯)এবং বিশ্ব চ্যাম্পিয়নশীপে(২০১৮)সোনা জয়ী লি চীনের হয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন