মানা প্যাটেল ও শ্রী হরি নটরাজের পর ব্যর্থ হলেন সজন প্রকাশও। সোমবার পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের হিটে নেমেছিলেন জাতীয় রেকর্ড গড়া কেরলের সাঁতারু। তবে প্রথম তিনে থেকে সেমিফাইনালে পৌঁছাতে পারলেন না সজন। দ্বিতীয় হিটে নামা সজন শেষ করলেন চতুর্থ স্থানে। কয়েক সেকেন্ডের জন্য ২০০ মিটার বাটারফ্লাই বিভাগে ব্যর্থ হলেন তিনি।
এই হিটে প্রথম স্থান অধিকার করেন নরওয়ের টোমোয়ে জেনিমোটো(১ মিনিট ৫৬.৩০ সেকেন্ড)। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করেন যথাক্রমে সিঙ্গাপুরের কোয়াহ জেং ওয়েন(১ মিনিট ৫৬.৪২ সেকেন্ড)এবং আয়ারল্যান্ডের ব্রেন্ডনল হিল্যান্ড(৫৭.০৯)। সজন এই দূরত্ব অতিক্রম করতে সময় নেন ১ মিনিট ৫৭.২২ সেকেন্ড।
রোমে অনুষ্ঠিত সেটে কলি ট্রফিতে ১ মিনিট ৫৬.৩৮ সেকেন্ডে সাঁতার সম্পন্ন করে প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে অলিম্পিকে 'এ' কোয়ালিফিকেশন পান। প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে পরপর দুটি অলিম্পিকে যোগ্যতা অর্জন করে নজির গড়েন সজন। ২০০ মিটার বাটারফ্লাই বিভাগে হতাশ করলেন।
তবে সজনের সামনে অলিম্পিকে আরও একটি সুযোগ রয়েছে দেশের মুখ উজ্জ্বল করার। পুরুষদের ১০০মিটার বাটারফ্লাই সাঁতার ইভেন্টেও তিনি অংশ নিতে চলেছেন। আগামী ২৯ জুলাই এই ইভেন্টের হিট অনুষ্ঠিত হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন