পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই বিভাগের হিট-২ তে দ্বিতীয় স্থানে শেষ করলেন সজন প্রকাশ। ভারতীয় সাঁতারু এই দূরত্ব অতিক্রম করতে সময় নেন ৫৩.৪৫ সেকেন্ড। হিট-২ থেকে প্রথম হয়ে কোয়ালিফাই করেন ঘানার আবেকু জ্যাকসন। তিনি সাঁতার সম্পন্ন করেন ৫৩.৩৯ সেকেন্ডে। ব্যক্তিগত রেকর্ড গড়ে দ্বিতীয় স্থানে শেষ করেও সেমিফাইনালে যাওয়া হলো না সজনের।
২৭ বর্ষীয় সজন শেষ করলেন ওভার অল ৪৬ নম্বরে। পরের রাউন্ডে হিট থেকে শীর্ষ ১৬ সাঁতারুই অংশ নিতে পারবেন। সজন ভারতের মাত্র দ্বিতীয় সাঁতারু হিসেবে ১০০ মিটার বাটারফ্লাই বিভাগে অংশ নেন। এর আগে ২০০৮, বেজিং অলিম্পিকে ভারতের হয়ে এই বিভাগে প্রতিনিধিত্ব করেন অঙ্কুর পোসেরিয়া। পোসেরিয়া বেজিং অলিম্পিকে শেষ করেছিলেন ৫৭ নম্বর স্থানে। টোকিও অলিম্পিকের টিকিট পাওয়ার সাথে সাথেই অনন্য মাইলফলক স্পর্শ করেছিলেন সজন। ভারতের একমাত্র সাঁতারু হিসেবে দুটি অলিম্পিকে অংশ নেওয়ার নজির গড়েন কেরলের সাঁতারু।
এর আগে সোমবার সজন ব্যর্থ হয়েছিলেন ২০০ মিটার বাটারফ্লাই বিভাগের যোগ্যতা অর্জনে। হিট-২ তে শেষ করেছিলেন চতুর্থ স্থানে। গত মাসে ইতালিতে ১:৫৬.৩৮ সময়ে ২০০ মিটার শেষ করে ব্যক্তিগত রেকর্ড গড়ে অলিম্পিকে এ-যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। তবে টোকিওতে সেই সময়ের ধারে কাছেও পৌঁছালেন না। ২০০ মিটার বাটারফ্লাই বিভাগের হিটে সময় নিলেন ১:৫৭.২২। ৩৮ জন সাঁতারুর মধ্যে ওভার অল ২৪ নম্বরে শেষ করেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন