দানিয়েল মেদভেদেভের কাছে পাত্তাই পেলেন না সুমিত নাগাল। প্রথম রাউন্ডে জিতে ভারতের হয়ে ইতিহাস তৈরি করা নাগাল দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন। বিশ্বের দু নম্বর টেনিস তারকা দানিয়েল মেদভেদেভ ভারতের হয়ে সিঙ্গেলসের একমাত্র প্রতিনিধি সুমিত নাগালকে হারালেন ৬-২, ৬-১ ব্যবধানে।
শুরু থেকেই কোর্ট ওয়ানে দাপট দেখান অস্ট্রেলিয়ান ওপেনের রানার আপ। রাশিয়ান তারকার একের পর এক জোরালো শটের কোনো উত্তর ছিলোনা সুমিতের সামনে। দুই সেটেই অসহায়ের মতো আত্মসমর্পণ করতে হয় তাঁকে। ১ ঘন্টা ৫ মিনিটেই ম্যাচ শেষ করে তৃতীয় রাউন্ডে পৌঁছে যান রাশিয়ান তারকা।
টোকিওতে প্রথম রাউন্ডে জয় পেয়ে ইতিহাস তৈরি করেছিলেন সুমিত। ভারতের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে অলিম্পিকে সিঙ্গেলস ম্যাচ জয়ের কৃতিত্ব। জিশান আলি এবং লিয়েন্ডার পেজের পর তৃতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকে এই সাফল্য পান সুমিত। তবে বেশি দূর এগিয়ে যাওয়া হলো না। অলিম্পিক অভিযান শেষ হলো নাগালের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন