টোকিও অলিম্পিকের শুরুটা দুরন্ত ভাবে করলেন বঙ্গ তনয়া সুতীর্থা মুখোপাধ্যায়। প্রথম রাউন্ডে সুইডেনের লিন্ডা বার্গস্ট্রোমকে ৪-৩ ব্যবধানে হারালেন বাংলার মহিলা টেবিল টেনিস তারকা। খেলার ফলাফল সুতীর্থার পক্ষে ৫-১১, ১১-৯, ১১-১৩, ৯-১১, ১১-৩, ১১-৯, ১১-৫। বঙ্গ তনয়ার হাত ধরে পদক জয়ের স্বপ্ন দেখছে আপামর দেশবাসী।
টেবিল টেনিসের প্রথম রাউন্ডে সুতীর্থা দুরন্ত ভাবে প্রত্যাবর্তন করেন। সৌম্যদীপ রায়ের ছাত্রীর প্রথম দিকে ছন্দপতন ঘটলেও ধীরে ধীরে নিজের পক্ষে ম্যাচকে টেনে নেন। একসময় পিছিয়ে পড়েছিলেন ৩-১ সেটে। সেখান থেকে লিন্ডার জয়ের সেট নিজের নামে করে শেষ পর্যন্ত ম্যাচটিই জিতে নেন। সুতীর্থার জয়ে বাংলা তথা সমগ্র দেশবাসী উচ্ছ্বাসিত।
অন্যদিকে দেশের তারকা প্যাডলার মনিকা বাত্রাও জয় পেলেন প্রথম রাউন্ডে। ব্রিটেনের টিন টিন-হোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন তিনি। ৩০ মিনিটের লড়াইয়ে মনিকা ব্রিটিশ প্যাডলারকে হারালেন ১১-৭, ১১-৬, ১২-১০, ১১-৯ ব্যবধানে।
শনিবার সকালেই শরথ কমলকে সঙ্গে নিয়ে মিক্সড ডবলসে নেমেছিলেন মণিকা। তবে ওই ম্যাচে চীনা তাইপেই জুটি ইয়ান জু লিন ও চিং ই চেঙের কাছে ৪-০ সেটে হারতে হয় ভারতীয় জুটিকে। তাই এই জয় অনেকটাই আত্মবিশ্বাস জোগাবে মণিকাকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন