প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন ভারতীয় কিংবদন্তী মেরি কম। রিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কলম্বিয়ার ইনগ্রিত ভ্যালেন্সিয়ার কাছে হার মেনে নিতে হয় মেরিকে। খেলার ফলাফল ইনগ্রিতের পক্ষে ৩-২।
হাড্ডাহাড্ডি লড়াই করেও জয় এলোনা। দুটি রাউন্ডে আধিপত্য দেখিয়েও স্প্লিট ডিসিশনে হারলেন মেরি। হার মেনে চোখের জলে জড়িয়ে ধরলেন প্রতিপক্ষ ইনগ্রিতকে।
মহিলাদের ফ্লাইওয়েটের ৫১ কেজি বিভাগে অভিজ্ঞ মেরির হাত ধরে পদক জয়ের প্রত্যাশা ছিলো ভারতবাসীর। তবে তা আর সম্ভব হচ্ছে না। প্রি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ান ইনগ্রিতের বিপক্ষে নিজের সর্বোচ্চটা উজাড় করেও পারলেন না তিনি।
প্রথম রাউন্ডের ম্যাচে ডোমিনিকার মিগুয়েলিনা হার্নান্দেজকে সহজেই হারিয়েছিলেন মেরি। ফলাফল ছিলো মেরির পক্ষে ৪-১। তবে এই ম্যাচে প্রতিপক্ষ ইনগ্রিত মিগুয়েলিনার মেরির থেকে অনেক বেশি এগিয়ে। লাতিন আমেরিকার এই বক্সার রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। যেখানে মেরি যোগ্যতা অর্জন করতে পারেননি।
টোকিওই কার্যত ৩৮ বর্ষীয় মেরির শেষ অলিম্পিক। দেশের জন্য সোনা জিততে বদ্ধপরিকর ছিলেন তিনি। তবে তা সম্ভব হলো না। স্বপ্নভঙ্গ হওয়ায় হতাশ মেরি। ছ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিদায় নেওয়ায় হতাশ দেশবাসী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন