বাছাইপর্বে হতাশাজনক প্রদর্শন দীপিকা কুমারীর। নবম স্থানে শেষ করলেন বিশ্বের এক নম্বর মহিলা তীরন্দাজ। তবে এখনও আশা শেষ হয়ে যায়নি। পরের রাউন্ডে দীপিকা মুখোমুখি হবেন ভুটানের কর্মার।
টোকিওতে যাদের ওপর ভারত পদক জয়ের স্বপ্ন দেখছে তাদের মধ্যে দীপিকা কুমারী অন্যতম। বিশ্বের এক নম্বর তীরন্দাজ এদিন শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত হতাশ করেন। ৭২ টি তীরে ৬৬৩ পয়েন্ট সংগ্রহ করেছেন তিনি।
বাছাইপর্বের প্রথম তিনটি স্থান দক্ষিণ কোরিয়ার দখলে। ৬৮০ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন অ্যান সান। ৬৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জ্যাং মিনহি এবং ৬৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেইয়ং কাং।
অন্যদিকে পুরুষ বিভাগে প্রথম পর্বের র্যাঙ্কিং রাউন্ডে নেমেছেন দীপিকার স্বামী বাংলার অতনু দাস, প্রবীণ যাদব এবং তরুণদীপ রায়। প্রথমার্ধের শেষে অতনু এবং প্রবীণের পয়েন্ট ৩২৯ ও তরুণদীপের পয়েন্ট ৩২৩। প্রথম হাফের পর র্যাঙ্কিং-এ ৩০ তম স্থানে রয়েছেন প্রবীণ এবং ৩১ তম স্থানে অতনু।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন