টোকিও প্যারালিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রোতে জোড়া পদক জিতলো ভারত। রিও প্যারালিম্পিক্সে সোনা জয়ী দেবেন্দ্র ঝাঝারিয়ার হাত ধরে টোকিও থেকে রূপো এলো দেশে। এছাড়াও একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের সুন্দর সিং গুরজার। সবমিলিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়িয়েছে ৭ টি। যার মধ্যে রয়েছে একটি সোনা, চারটি রূপো এবং দুটি ব্রোঞ্জ।গতকাল তিনটি পদক জয়ের পর সোমবার সকালেই আরও চারটি পদক জিতে নিলো ভারত। প্যারা-অ্যাথেলিটদের প্রদর্শনে উচ্ছ্বসিত আসমুদ্র-হিমাচল।
টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া দেশকে এনে দিয়েছেন সোনা। প্যারালিম্পিক্সে দেশবাসী তাকিয়ে ছিলো দেবেন্দ্র ঝাঝারিয়ার উপর। প্যারালিম্পিক্সে দেশকে জোড়া সোনা উপহার দেওয়া দেবেন্দ্র টোকিও থেকে ফিরছেন রূপো নিয়ে। তৃতীয় প্রয়াসে ৬৭.৭৯ মিটার জ্যাভলিন ছুঁড়ে প্যারালিম্পিকে ব্যক্তিগত তৃতীয় পদক জিতে নেন তিনি।
এছাড়াও জ্যাভলিন থ্রোতে ব্রোঞ্জও এসেছে ভারতে। ইভেন্টের পঞ্চম প্রয়াসে ৬৪.০১ মিটার ছুঁড়ে তৃতীয় স্থান দখল করেন সুন্দর সিং গুরজার। এই ইভেন্টে সোনা জেতেন শ্রীলঙ্কার প্যারা অ্যাথেলিট দীশেন প্রিয়ন্থ।
সোমবার সকালে টোকিও প্যারালিম্পিক্সে প্রথম সোনা জেতে ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের স্ট্যান্ডিং ইভেন্টে রেকর্ড স্কোর করে দেশকে সোনা এনে দেন অবনী লেহরকা। অবনীর সোনা জয়ের পরে আরও তিনটি পদক আসে খুব শীঘ্রই। পুরুষদের ডিসকাস থ্রোর এফ-৫৬ ইভেন্টে দ্বিতীয় প্রচেষ্টায় ৪৪.৩৮ মিটার দূরত্ব অতিক্রম করে রূপো এনে দেন যোগেশ কাথুনিয়া।প্যারালিম্পিক অভিষেকেই কাথুনিয়ার প্রদর্শনে উচ্ছ্বসিত দেশবাসী। এছাড়াও বাকি দুই পদক আসে জ্যাভলিন থ্রো থেকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন