টোকিও প্যারালিম্পিক্সে পঞ্চম সোনা জিতলো ভারত। ব্যাডমিন্টনের SH6 বিভাগে সোনা জিতলেন কৃষ্ণ নাগার। রবিবার সকালের শুরুতেই ব্যাডমিন্টনের SL4 বিভাগে ইতিহাস গড়ে রূপো জিতেছেন নয়ডার জেলাশাসক সুহাস যোথিরাজ। তারপরেই কৃষ্ণ নাগারের সোনা জয়ে উচ্ছ্বসিত দেশবাসী। সবমিলিয়ে টোকিওতে পাঁচ সোনা সহ মোট ১৯ টি পদক ঘরে তুলেছে দেশ। পদক জয়ের ক্রমতালিকায় ২৪ নম্বরে রয়েছে ভারত।
গোল্ড মেডেল ম্যাচে হংকং-এর প্রতিপক্ষ চু মান কাইয়ের বিরুদ্ধে হাড্ডা হাড্ডি লড়াইয়ে জয় তুলে নেয় ভারতের কৃষ্ণ। প্রথম গেমে মাঝের দিকে পিছিয়ে থেকেও শেষে পরপর সাত গেম পয়েন্ট জিতে সেট জিতে নেয় কৃষ্ণ। তবে দ্বিতীয় গেমে কামব্যাক করেন হংকং-এর শাটলার। ২১-১৬ ব্যবধানে জিতে যান তিনি। তৃতীয় গেমে অবশ্য ভারতকে সোনা এনে দিতে ভুল করেননি কৃষ্ণ। তৃতীয় গেম ২১-১৭ ব্যবধানে জিতে চলতি প্যারালিম্পিক্সে দেশকে পঞ্চম সোনা উপহার দিলেন তিনি।
রবিবার শুরুতেই ব্যাডমিন্টন থেকে ভারতের ঝুলিতে আসে রূপো। ব্যাডমিন্টনের SL4 বিভাগে রূপো জেতেন সুহাস যোথিরাজ। ফ্রান্সের প্রতিপক্ষ লুকাস মাজুর বিরুদ্ধে ২১-১৫, ১৭-২১, ১৫-২১ গেমে হেরে যান সুহাস।
গতকাল ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গেলসের SL3 ইভেন্টে সোনা জিতেছেন ভারতের প্রমোদ ভগত। কৃষ্ণের সোনা জয়ের সাথে সাথেই ব্যাডমিন্টন থেকে জোড়া সোনা জিতলো ভারত। এছাড়াও ব্যাডমিন্টনে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন বাংলার মনোজ সরকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন