বিনিয়োগ হবে ১০০ কোটি! মহামেডানে আসছে এই নতুন ইনভেস্টর

টয়াম প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে। এর জন্য ক্লাবের জার্সির রঙ বা লোগোর পরিবর্তন হবে না।
মহামেডানে আসছে নতুন ইনভেস্টর
মহামেডানে আসছে নতুন ইনভেস্টরছবি - সংগৃহীত
Published on

মহামেডান ক্লাবের প্রধান ইনভেস্টর হিসাবে বাঙ্কারহিল সরছে সেটা একপ্রকার নিশ্চিত। তবে স্বস্তির খবর সাদা কালো শিবিরে। ইনভেস্টর হিসেবে আসতে চলেছে টয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংস্থা।

টয়ামের নাম আগে শোনা গেলেও অবশেষে আসতে চলেছে এই মুম্বই ভিত্তিক কোম্পানিটি। টয়াম সংস্থার তরফে মহামেডান ক্লাবে প্রস্তাবও পাঠানো হয়েছে। সূত্রের খবর ৫১% শেয়ার থাকবে টয়ামের দখলে। বাকিটা ক্লাবের হাতে। মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি ছুটি কাটাতে এখন লখনউতে। তিনি ফিরলেই চুক্তি হবে। টয়াম প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে। এর জন্য ক্লাবের জার্সির রঙ বা লোগোর পরিবর্তন হবে না।

তবে মহামেডান আইলিগে চ্যাম্পিয়ন হলে তাহলেই আইএসএলে খেলতে পারবে। কারণ নতুন দলকে লিগের নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি এফএসডিএল কর্তারা আগামী ৩ বছর নতুন দল নেওয়া হবে না। মহামেডান কর্তারা কলকাতা লিগ খেলার জন্য ৪ কোটি টাকা সংগ্রহ করেছেন। এদিকে ক্লাবের নতুন তাঁবু উদ্বোধন কর সম্ভবত হবে আগামী ১৭ জুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আসার কথা উদ্বোধন করতে।

উল্লেখ্য, পর পর দুবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান। এবার জিতলেই হ্যাটট্রিক। সেই কারণে কর্তারা ভালো দলই করবেন সেটা আশ্বাসও দিয়েছেন। যদিও ২০২১ সালে লিগে খেলেননি বাকি দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আর গতবার খেলেনি মোহনবাগান। এবার মোহনবাগান গ্রুপেই সাদা কালো ব্রিগেড।

মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস জানালেন, আমরা কাউকে ভয় পাই না। বাকিরা আমাদের ভয় পাবে। আমরা চ্যাম্পিয়ন হবো। এবারও আত্মবিশ্বাসী সেই বিষয়ে। আমাদের টার্গেট শুধু আইএসএলে মাঠে নামা। সেই অনুযায়ী ক্লাবে প্রস্তুতি চলছে।

মহামেডানে আসছে নতুন ইনভেস্টর
UEFA Europa Conference League: দীর্ঘ ৫৮ বছর পর কোনও ইউরোপীয়ান খেতাব জয় ওয়েস্ট হ্যামের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in