আগামী ১০ মার্চ আইএসএলের ফিরতি ডার্বি। আর সেদিনই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থাকবেই। এই ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'ব্রিগেড হবে দিনের বেলায়। আর ম্যাচ তো সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। আশা করছি, কোনও সমস্যা হবে না। তবুও আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো'।
লাল হলুদ শীর্ষকর্তা আরও বলেন, 'সুপার কাপ ডার্বি আমরা জিতেছি। আইএসএলের গত ডার্বিতে আমাদের জেতা ম্যাচে কীভাবে রেফারি আমাদের আটকে দিয়েছে সেটাও আমরা দেখেছি। আর কিছু বলবো না।'
দেশের সেরা ফুটবলের আসর ইন্ডিয়ান সুপার লিগে গত ছ’বারই এই মহারণ জিতেছে মোহনবাগান। কলকাতা ডার্বির ইতিহাসের দিকে তাকালে যা স্বাভাবিক নয়। বিশেষজ্ঞরা বলেন, ইস্টবেঙ্গল আইএসএলের মানের সঙ্গে সে ভাবে মানিয়ে উঠতে না পারার জন্যই হয়তো হয়েছে এমন। মোহনবাগান সেই তুলনায় নিজেদের অনেক ভালো জায়গায় রাখতে পেরেছিল। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে তারাই বরাবর এগিয়ে থেকেছে আইএসএলে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন