Turkey: ম্যাচ শেষ হতেই রেফারিকে ঘুষি ক্লাব সভাপতির, অনির্দিষ্টকালের জন্য স্থগিত 'সুপার লিগ'

People's Reporter: ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই রেফারির দিকে দৌড়ে যান আনকারাগুচুর সভাপতি ফারুক কোকা। সজোরে মুখে ঘুষি মারেন রেফারি হালিল উমুট মেলেরকে।
রেফারিকে মারার দৃশ্য
রেফারিকে মারার দৃশ্যছবি - SKY News
Published on

তুরস্কের ফুটবল লিগ 'সুপার লিগ'-এ কার্যত নজিরবিহীন ঘটনা ঘটলো। দুই ক্লাবের ম্যাচ শেষে আচমকাই রেফারির মুখে ঘুষি মারেন এক ক্লাবের সভাপতি। যার জেরে গোটা লিগটাই বাতিল করলো সে দেশের ফুটবল ফেডারেশন।

বিশ্ব ফুটবলে মাঠের মধ্যেই মারপিট নতুন নয়। ইতিহাসে বহু ভয়ঙ্কর অপ্রীতিকর দৃশ্য ঘটেছে। সোমবার তুরস্কের লিগে আঙ্কারাগুচু এবং রিজেস্পোর ক্লাবের মধ্যে ম্যাচ ছিল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আঙ্কারাগুচু। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আঙ্কারাগুচুর আলিকে। তারপর থেকেই রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন আঙ্কারাগুচুর সভাপতি। ম্যাচের একদম শেষ মুহূর্তে ৯০+৭ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায় রিজেস্পোর।

ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই রেফারির দিকে দৌড়ে যান আনকারাগুচুর সভাপতি ফারুক কোকা। সজোরে মুখে ঘুষি মারেন রেফারি হালিল উমুট মেলেরকে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন ওই রেফারি। পরিস্থিতি সামাল দেন মাঠের নিরাপত্তারক্ষীরা। রেফারি এবং অভিযুক্ত ক্লাব সভাপতিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ক্লাব সভাপতিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পুলিশ মোতায়েন আছে সেখানে। অনুমান করা হচ্ছে সুস্থ হওয়ার পরই গ্রেফতার করা হবে ঐ ক্লাব সভাপতিকে। এই ঘটনার পরই পুরো লিগটাই বাতিল করে দিল তুরস্কের ফুটবল ফেশারেশন।

তুরস্কের ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, খেলাধুলো মানে শান্তি ও ভ্রাতৃত্ব। খেলাধুলোর সাথে অশান্তি বেমানান। তুরস্কের খেলাধুলোতে আমরা কখনোই অশান্তি হতে দেবো না। সেই জন্যই অনির্দিষ্টকালের জন্য সুপার লিগ স্থগিত রাখা হলো।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানে গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, 'রেফারির উপর ক্লাব কর্তাদের আক্রমণের বিষয়টিতে তীব্র ধিক্কার জানাই। আক্রান্ত রেফারির দ্রুত আরোগ্য কামনা করছি। মাঠের মধ্যে এই ধরণের ঘটনা ঘটা উচিত নয়'।

রেফারিকে মারার দৃশ্য
IPL Auction 2024: শামির ভাই সহ বাংলার ৯ ক্রিকেটার এবার আইপিএলের নিলামে
রেফারিকে মারার দৃশ্য
Vijay Hazare Trophy: ব্যর্থ হলো শাহবাজের সেঞ্চুর, হরিয়ানার বিরুদ্ধে হেরে বিদায় বাংলার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in