বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। এই ম্যাচেই বড় মাইলফলকের দোরগোড়ায় রয়েছেন গুজরাটের দুই ক্রিকেটার। একজন হলেন বাংলার ঋদ্ধিমান সাহা, অন্যজন প্রোটিয়া তারকা ডেভিড মিলার। ঋদ্ধিমানের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ১৭ রান এবং মিলারের প্রয়োজন ১২ রান।
বৃহস্পতিবার পাঞ্জাবের বিপক্ষে ১৭ রান করলেই আইপিএলে ২৫০০ রান পূর্ণ করবেন বাংলার ছেলে ঋদ্ধিমান। এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪৭ ম্যাচের ১২২টি ইনিংসে ব্যাট করে ঋদ্ধিমান সাহা ২৪৮৩ রান সংগ্রহ করেছেন। আজ ওপেন করতে নেমে ১৭ রান করলেই ৩২ তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়বেন ঋদ্ধি।
অন্যদিকে গুজরাটের মিডল অর্ডার ব্যাটার ডেভিড মিলারও রয়েছেন এই মাইলফলকের দোরগোড়ায়। প্রোটিয়া তারকার প্রয়োজন মাত্র ১২ রান। মিলার ১০৭ ম্যাচের ১০৪ ইনিংসে ২৪৮৮ রান করেছেন।
আইপিএলে রানের নিরিখে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ৬৭৮৮ রান করেছেন বিরাট। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে শিখর ধাওয়ান (৬৪৫৯ রান) এবং ডেভিড ওয়ার্নার (৬০৯৯ রান)।
আজ পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানস এবং পাঞ্জাব কিংস। তিন ম্যাচের দুটিতে জয় নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব। গুজরাটও তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। তবে রান রেটের ভিত্তিতে চতুর্থ স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন